ভারত ও ইংল্যান্ডের মধ্যে এজবাস্টন টেস্টে হেরে গিয়েছে ভারতীয় দল। প্রথমে, টিম ইন্ডিয়ার ব্যাটাররা প্রথম ইনিংসের শুরুতে ভাল ব্যাট করতে পারেননি। ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে দারুণ ব্যাট করেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংস দারুণ বল করেন ভারতীয় বোলাররাও। তবে তারপরেই দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দুর্দান্ত কামব্যাক করে ম্যাচ জিতে নেয়। এই টেস্টের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ইংল্যান্ডের খেলোয়াড়কে তিরস্কার করছেন আম্পায়ার।
আসলে, এই ঘটনাটি ইংল্যান্ডের প্রথম ইনিংসে ঘটেছিল যখন স্টুয়ার্ট ব্রড ব্যাট করতে আসেন। ম্যাচের তৃতীয় দিনে স্টুয়ার্ট ব্রড ব্যাটি করতে এলে একটানা বাউন্সার দিতে থাকেন ভারতীয় বোলাররা। এ নিয়ে তিনি আম্পায়ারের সামনে প্রশ্ন তোলেন। আর তাতেই আম্পায়ার ক্ষিপ্ত হন।
যে ভিডিওটি সামনে এসেছে, সেখানে আম্পায়ার রিচার্ড ক্যাটলব্রো বলছেন, ''আমাদের আম্পায়ারিং করতে দিন এবং আপনি ব্যাট করুন, ঠিক আছে। নইলে সমস্যায় পড়বেন, ওভারের জন্য একটাই বাউন্সার আছে।'' আম্পায়ার রিচার্ড এবং স্টুয়ার্ট ব্রডের মধ্যে এই কথোপকথনের ভিডিওটিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
বিরাট কোহলি এবং জনি বেয়ারস্টোর মধ্যে একই রকম লড়াই হয়েছিল। জনি বেয়ারস্টো যখন ব্যাট করছিলেন, তখন বিরাট কোহলি স্লিপে ছিলেন। এরপর দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং বিরাট কোহলি জনিকে বলেন চুপচাপ মুখ বন্ধ করে ব্যাট কর।
আরও পড়ুন: সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই হারল ভারত?
স্টুয়ার্ট ব্রড এই টেস্ট ম্যাচটিকে সর্বদা মনে রাখবেন, কারণ টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে ব্রড তার নামে একটি রেকর্ড করেছিলেন যা সর্বদা মনে থাকবে। তিনি তার এক ওভারে ৩৫ রান দিয়েছেন, এটি একটি বিশ্ব রেকর্ড। টেস্ট ও টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন স্টুয়ার্ট ব্রডের।