scorecardresearch
 

Venkatesh Iyer: রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা কলকাতার, ওপেন করতে পারলেন না এই ব্যাটার

১৮০ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল কেকেআর (Kolkata Knight Riders)। চোট পেয়ে ওপেন করতে নামতে পারলেন না ভেঙ্কটেশ আইয়ার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে হেরে শুরুতে ফিল্ডিং করে কেকেআর। সেই সময়ই পায়ে চোট পান ফর্মে থাকা এই ব্যাটার। ফলে ওপেন করতে নামতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার। ওপেন করতে নামেন ইমপ্যাক্ট ক্রিকেটার জেসন রয় ও রহমানুল্লা গুরবাজ।

Advertisement
ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আইয়ার

১৮০ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল কেকেআর (Kolkata Knight Riders)। চোট পেয়ে ওপেন করতে নামতে পারলেন না ভেঙ্কটেশ আইয়ার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে হেরে শুরুতে ফিল্ডিং করে কেকেআর। সেই সময়ই পায়ে চোট পান ফর্মে থাকা এই ব্যাটার। ফলে ওপেন করতে নামতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার। ওপেন করতে নামেন ইমপ্যাক্ট ক্রিকেটার জেসন রয় ও রহমানুল্লা গুরবাজ।
কখন নামতে পারবেন আইয়ার?
ফিল্ডিং-এর সময় বেশ কিছুক্ষণ মাঠের বাইরে থাকায় শুরুতে নামতে পারবেন না ভেঙ্কটেশ আইয়ার। ইনিংস শুরু হওয়ার ২৭ মিনিট পর অর্থাৎ ভারতীয় সময় রাত ১০:০৪-এর পর মাঠে নামতে পারবেন কেকেআর ব্যাটার। স্লো উইকেটে ১৮০ রান তাড়া করার কাজটা একেবারেই সহজ হবে না কেকেআর-এর জন্য। তার মধ্যে ওপেনার নিজের অভ্যস্ত জায়গায় নামতে না পারলে সমস্যা বাড়তে পারে। এমনিতেই এই মরশুমে বারে বারে ওপেনার সমস্যায় ভুগেছে কেকেআর। এ দিনও ওপেনাররা ব্যর্থ হলে সমস্যা হবে। ইডেনের উইকেটে টিকে থাকতে পারলে রান আসবে। সেই জন্যই ওপেনারদের রান পাওয়া জরুরী।


সমস্ত ম্যাচ জিততে হবে কেকেআর-কে
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রয়েছে আট নম্বরে। KKR বর্তমানে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে। KKR কে ১৬ পয়েন্ট পেতে হলে বাকি চারটি ম্যাচই জিততে হবে। তবে, ১৬ পয়েন্টও নিরাপদ নয়, কারণ ৪টি দল ১৮ পয়েন্ট পেয়ে যেতে পারে।  এখন চারটি ম্যাচই কেকেআরের জন্য ডু অর ডাই। একটা হারই তাদের প্লে অফের রেস থেকে বাদ দিয়ে দিতে পারে।

Advertisement

পঞ্জাবের পর বৃহস্পতিবার তারা খেলবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। এরপর চিপকে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে কেকেআর। রবিবারের সেই ম্যাচের পর ২০ মে লিগের শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে কেকেআর।  
 

Advertisement