scorecardresearch
 

Vinesh Phogat Hospitalized: অযোগ্য ঘোষণার পর হাসপাতালে ভর্তি ভিনেশ ফোগট, কী হয়েছে কুস্তিগীরের?

ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় কুস্তিগীর ভিনেশ ফোগটকে। জ্ঞান হারান তিনি। ফলে IV ইনজেকশন দেওয়ার কথা বলা হয়। বর্তমানে ভিনেশ অলিম্পিক ভিলেজের পলিক্লিনিকে চিকিৎসাধীন। জানা গেছে, তিনি এখন স্থিতিশীল আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন। ভারতীয় দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনও সুযোগ নেই।

Advertisement
কুস্তিগীর ভিনেশ ফোগট কুস্তিগীর ভিনেশ ফোগট

Vinesh Phogat Hospitalized-Paris Olympics 2024: ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় কুস্তিগীর ভিনেশ ফোগটকে। জ্ঞান হারান তিনি। ফলে IV ইনজেকশন দেওয়ার কথা বলা হয়। বর্তমানে ভিনেশ অলিম্পিক ভিলেজের পলিক্লিনিকে চিকিৎসাধীন। জানা গেছে, তিনি এখন স্থিতিশীল আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন। ভারতীয় দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনও সুযোগ নেই।

প্যারিস অলিম্পিকে ৫০ কেজির কুস্তির বিভাগে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছেন ভিনেশ। এই ইভেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। বুধবার তিনি সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে নামতেন। যদিও তার আগেই অতিরিক্ত ওজনের কারণে তিনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন। ফাইনালে জিতলেই সোনা জিততেন ভিনেশ। তবে এখন অযোগ্য হয়ে যাওয়াতে এই ইভেন্টে নামতেই পারবেন না। তাই তিনি ও ভারত কোনও পদকই পাবে না। আজ সোনা জয়ের লক্ষ্যভ্রষ্ট হলেন তিনি।

বুধবার এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  আইওএ সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেন। এই পরিপ্রেক্ষিতে ভারতের কাছে যে বিকল্পগুলি রয়েছে সে বিষয়ে পিটি উষার কাছে তথ্য চান।

আরও পড়ুন

ভিনেশের অযোগ্য হয়ে যাওয়ার খবর আসতেই দেশজুড়ে হতাশা নেমেছে। ভেঙে পড়েছেন ভিনেশের পরিবারের সদস্যরাও। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। আজকের বিপত্তি কষ্ট দেয়। আমি আশা করি শব্দগুলি হতাশার অনুভূতি প্রকাশ করতে পারে, যা আমি অনুভব করছি। একই সময়ে, আমি জানি যে আপনি সহনশীলতার প্রতীক। চ্যালেঞ্জ মোকাবিলা করা সবসময়ই আপনার স্বভাব। আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন। আমরা সবাই সেটাই চাইছি।'

সূত্রের খবর, বুধবার সকালে প্রতিযোগীতার অনুমোদিত ওজন ৫০ কেজির চেয়ে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি ছিল। আর সেই কারণেই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, 'এটি দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে মহিলা কুস্তির ৫০ কেজি ক্লাস থেকে ভিনেশ ফোগটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সারা রাত ধরে দলের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আজ সকালে তাঁর ওজন ৫০ কেজির বেশি হয়েছে৷ আর কোনও মন্তব্য করা হবে না৷ এই সময়ে দল অন্য প্রতিযোগিতায় মনোযোগ দিতে চায়।'
 

Advertisement

Advertisement