scorecardresearch
 

Vinod Kambli : বিনোদ কাম্বলির শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

ফের হাসপাতালে ভর্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু উদ্বেগ কাটছে না।

Advertisement
Vinod Kambli Vinod Kambli
হাইলাইটস
  • ফের হাসপাতালে ভর্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি
  • তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

ফের হাসপাতালে ভর্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু উদ্বেগ কাটছে না। যে কোনও সময় পরিস্থিতির অবনতি হতে পারে। 

এর আগে শনিবার বিনোদ কাম্বলি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। 

কোচ রমাকান্ত আচরেকারের কাছে শিবাজি পার্কে একসঙ্গে ক্রিকেট খেলতেন কাম্বলি-সচিন। সম্প্রতি মুম্বইয়ের শিবাজি পার্কে আচরেকারের স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কাম্বলি। সচিনও সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তখনও কাম্বলির শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না। ৫২ বছরের কাম্বলিকে দেখে ৭৫ বছর বয়স্ক মনে হচ্ছিল। 

কাম্বলি ভারতের হয়ে মাত্র ১৭ টেস্ট এবং ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছিলেন। বাঁ হাতি ব্যাটসম্যান কাম্বলির টেস্টে গড় ছিল ৫৪.২০। মোট ১০৮৪ রান করেছেন। রয়েছে চারটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে ৩২.৫৯ গড়ে ২৪৭৭ রান করেছেন। একদিনের ক্রিকটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২ ও হাফ সেঞ্চুরি ১৪টি। 

কাম্বলি সর্বশেষ কোচিং করিয়েছিলেন ২০১৯ সালে। টি-টোয়েন্টিতে মুম্বই লিগের সঙ্গে যুক্ত ছিলেন। কাম্বলির জন্ম মুম্বইয়ে। ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করেছেন। বাবা মেকানিক ছিলেন। তবে ছোটো থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। তা পূরণও করেছিলেন। কাম্বলি দুবার বিয়ে করেন। ১৯৯৮ সালে নোয়েলা লুইসের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়। নোয়েলা পুনের হোটেল ব্লু ডায়মন্ডের রিসেপশনিস্ট ছিলেন। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর কাম্বলি ২০০৬ সালে মডেল অ্যান্ড্রেয়া হিউইটকে বিয়ে করেন। কাম্বলির দুই সন্তানও রয়েছে। 

Advertisement
Advertisement