Virat Kholi Replacement: ইংল্যান্ডে বিরাটের 'বিকল্প' রজত, প্রথম একাদশে জায়গা হবে?

ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যক্তিগত কারণে সরে দাড়িয়েছেন ভারতের তারকা ব্যাটার। এই দুই টেস্টে ভারতীয় দলে তাঁর জায়গায় কে আসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ভাল ছন্দে থাকা চেতেশ্বর পূজারাকে দলে জায়গা দেওয়া হতে পারে। তবে তা হল না। রোহিতদের দলে জায়গা পেলেন মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদার (Rajat Patidar)।

Advertisement
ইংল্যান্ডে বিরাটের 'বিকল্প' রজত, প্রথম একাদশে জায়গা হবে?বিরাট কোহলি
হাইলাইটস
  • ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট
  • তাঁর জায়গায় দলে রজত পাতিদার

ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যক্তিগত কারণে সরে দাড়িয়েছেন ভারতের তারকা ব্যাটার। এই দুই টেস্টে ভারতীয় দলে তাঁর জায়গায় কে আসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ভাল ছন্দে থাকা চেতেশ্বর পূজারাকে দলে জায়গা দেওয়া হতে পারে। তবে তা হল না। রোহিতদের দলে জায়গা পেলেন মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদার (Rajat Patidar)।

দলের সঙ্গেই রয়েছেন রজত

হায়দরাবাদে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। তার আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে এই ব্যাপারে কিছুই ঘোষণা করা হয়নি। 'ক্রিকবাজ'-এর মতে, ব্যক্তিগত কারণে বিরাট কোহলি প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে সরে যাওয়ার পরে মধ্যপ্রদেশের ৩০ বছর বয়সী ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পতিদার দুর্দান্ত ফর্মে আছেন, তিনি গত সপ্তাহে আমদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৫১ রান করেন। লায়ন্সের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও তিনি ১১১ রান করেছিলেন এবং গত বছরের শেষে এ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajat patidar (@rrjjtt_01)

দারুণ ছন্দে রজত

পতিদার ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশ দলের হয়ে খেলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হয়। এক ম্যাচে ২২ রান করেন। রজত যদিও সেই ম্যাচে ওপেন করেছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন তিনি। রজত ২০২২-২৩ রঞ্জি মরসুমে ৭ ম্যাচে ১২ ইনিংসে ৫৬৫ রান করেন। গড় ৪৭.০৪। তাঁর ব্যাট থেকে আসে ১টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি। ২০২১-২২ মরসুমে, তিনি মাত্র ৬ ম্যাচের ৭ ইনিংসে ৬৫৮ রান করেন, গড় ছিল ৮২.২৫। সেই মরসুমে ২টি সেঞ্চুরি এবং ৫ হাফ সেঞ্চুরি করেন। 

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি
১ম টেস্ট: ২৫-২৯ জানুয়ারি, হায়দরাবাদ
২য় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি, বিশাখাপত্তনম
৩য় টেস্ট: ১৫-১৯ ফেব্রুয়ারি, রাজকোট
৪র্থ টেস্ট: ২৩-২৭ ফেব্রুয়ারি, রাঁচি
৫ম টেস্ট: ৭-১১ মার্চ, ধর্মশালা
প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), আভেশ খান, রজত পতিদার
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, ড্যান লরেন্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট এবং মার্ক উড।

POST A COMMENT
Advertisement