টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর দিনই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজের স্মরণাপন্ন হয়েছিলেন বিরাট কোহলি। সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। মহারাজের সঙ্গে কোহলির কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোহলিকে একটি প্রশ্ন করেছিলেন প্রেমানন্দ মহারাজ। উত্তরে বিরাট যা বলেন, তা শুনে চর্চা শুরু করে দিয়েছেন ফ্যানেরা।
প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার কোহলি ও অনুষ্কা বৃন্দাবনের শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে পৌঁছে গিয়েছিলেন। সেখানে একান্ত বার্তালাপ করার সুযোগ পান মহারাজের সঙ্গে। এই নিয়ে দ্বিতীয়বার এই আশ্রমে গেলেন বিরুষ্কা। এর আগে গিয়েছিলেন চলতি বছরেরই জানুয়ারি মাসে। সে সময়ে সঙ্গে ছিল দুই সন্তান ভামিকা এবং অকায়ও।
সাম্প্রতিক এই সাক্ষাতে প্রেমানন্দ মহারাজ কোহলিকে প্রশ্ন করেন, 'আপনি প্রসন্ন তো'? অর্থাৎ আপনি খুশি আছেন তো? জবাবে কোহলি বলেন, 'হ্যাঁ, এখন ঠিক আছি'। মহারাজ এরপর তাঁকে সুস্থ এবং দৃঢ়মনস্ক থাকার পরামর্শ দেন।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে আরও দেখা গিয়েছে, মন দিয়ে প্রেমানন্দ মহারাজের বাণী শুনছেন অনুষ্কা। মহারাজ বলেন, 'এই সমৃদ্ধি অনুগ্রহ নয়, পুণ্যের ফল। এটা ইশ্বরের আশীর্বাদ। কোনও রকম স্বীকৃতির আকাঙ্খা ছাড়াই পৃথিবীতে বেঁচে থাকুন।' একইসঙ্গে বিরাট এবং অনুষ্কাকে তাঁর পরামর্শ, 'প্রার্থনা করে বলুন, আমি জীবনে অনেক বেঁচেছি এবং শুধু আপনার শরণে থাকতে চাই।' মহারাজের এই পরামর্শ শুনে অনুষ্কার প্রশ্ন, 'ভগবানের নাম নিলেই সব ঠিক হয়ে যাবে'? ইতিবাচক জবাব দিয়ে এই আধ্যাত্মিক গুরু বলেন, 'রাধে রাধে যপ করো'।
প্রেমানন্দ মহারাজ কোহলি এবং অনুষ্কার সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন। তবে, কোহলি এই আশ্রমে প্রায় ২ ঘন্টা ছিলেন।