Virat Kohli On Sunil Chhetri Retirement: 'আমার ভাই...' সুনীলের অবসরে আবেগঘন প্রতিক্রিয়া বন্ধু বিরাটের

বন্ধু সুনীল ছেত্রী (Sunil Chhetri) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। বৃহস্পতিবার সে কথা ঘোষণা করেছেন ভারতীয় ফুটবলের আইকন। আর সেই পোস্টে কমেন্ট করলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli)। এই ভিডিও পোস্ট করার পর থেকেই, গোটা দেশজুড়ে আসছে শুভেচ্ছাবার্তা। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে দেশের জার্সি তুলে রাখবেন সুনীল। 

Advertisement
'আমার ভাই...' সুনীলের অবসরে আবেগঘন প্রতিক্রিয়া বন্ধু বিরাটেরসুনীল ছেত্রী এবং বিরাট কোহলি

বন্ধু সুনীল ছেত্রী (Sunil Chhetri) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। বৃহস্পতিবার সে কথা ঘোষণা করেছেন ভারতীয় ফুটবলের আইকন। আর সেই পোস্টে কমেন্ট করলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli)। এই ভিডিও পোস্ট করার পর থেকেই, গোটা দেশজুড়ে আসছে শুভেচ্ছাবার্তা। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে দেশের জার্সি তুলে রাখবেন সুনীল। 

কোহলি ও সুনীলকে বহুবার এক ফ্রেমে দেখা গিয়েছে। আইপিএল চলাকালীন বেঙ্গালুরু (Bengaluru FC) শিবিরেও চলে গিয়েছিলেন ভারতীয় ফুটবল (Indian Football) আইকন। কোহলির সঙ্গে ফুটবল এবং ক্রিকেট দুটোই চুটিয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই কোহলি বৃহস্পতিবার সুনীলের পোস্টে লিখেছেন, 'আমার ভাই। গর্বিত।' সঙ্গে লাভ ‘ইমোজি’ও দিয়েছেন তিনি। ভারতীয় ফুটবল দলের গোলকিপার ও বেঙ্গালুরু এফসি-র সতীর্থ গুরপ্রীত সিং সান্ধু কমেন্ট করেছেন, 'কখনও এই দিনটা দেখতে চাইনি। তোমার মন বদলানোর জন্য কিছু করতে পারলে ভাল লাগত। তবে এটাও জানি যে কেন অবসর নিচ্ছ। আগামী ৬ জুন গোটা দেশের উচিত তোমার অবসর উদ্‌যাপন করা। তুমি সেটারই যোগ্য। আমার অধিনায়ক।' 

সুনীল ছেত্রীর পোস্টে বিরাটের কমেন্ট
সুনীল ছেত্রীর পোস্টে বিরাটের কমেন্ট

ভারতীয় ক্রিকেট বোর্ডও সুনীলের অবসর নেওয়া নিয়ে কমেন্ট করেছে। তারা লিখেছে, 'তোমার কেরিয়ার অসাধারণের থেকে কোনও অংশে কম নয়। ভারতীয় ফুটবল এবং ভারতের খেলাধুলোর একজন বিগ্রহ হিসাবে থেকে যাবে তুমি।' পাশাপাশি কমেন্ট করেছেন মোহনবাগান সুপার জায়েন্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা লিখেছেন, 'একটা যুগের অবসান! সুনীল ছেত্রী একজন সত্যিকারের কিংবদন্তি এবং লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা। তোমার আবেগ, দায়বদ্ধতা এবং মাঠে উপহার দেওয়া মুহূর্তগুলো ফুটবল খেলাটাকে অনেক কিছু দিয়ে গিয়েছে। স্মৃতি এবং যে ছাপ রেখে যাচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ।'    

এআইএফএফ-এর পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, 'মাঠ এবং মাঠের বাইরে তোমার ছাপ সব সময় মনে থাকবে। তুমি বরাবর আমাদের অনুপ্রাণিত করেছে এবং আগামী দিনেও করবে। নেতৃত্ব, দায়বদ্ধতা এবং আবেগের জন্য অনেক ধন্যবাদ।'

Advertisement

POST A COMMENT
Advertisement