Virat Kohli: ২০২৭-এর বিশ্বকাপে বিরাট খেলবেন? বড় ইঙ্গিত নিজেই দিলেন কোহলি

আদৌ কি ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট কোহলি? নানা জল্পনার মাঝেই এবার একটি ক্রিপটিক পোস্টে বড় ইঙ্গিত দিলেন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই কিং কোহলির পোস্ট নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে।

Advertisement
২০২৭-এর বিশ্বকাপে বিরাট খেলবেন? বড় ইঙ্গিত নিজেই দিলেন কোহলি
হাইলাইটস
  • ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন কোহলি?
  • ক্রিপটিক পোস্টে বড় ইঙ্গিত দিলেন
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে শুরুর আগে কী লিখলেন?

ওয়ান ডে-তে কামব্যাকের কয়েকঘণ্টার আগেই বিরাট কোহলির একটি ক্রিপটিক পোস্ট শোরগোল ফেলে দিল। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছয়। তার আগেই বড়সহ ইঙ্গিত দিলেন কিং কোহলি। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন তিনি? 

বরাবরই সোশ্যাল মিডিয়ায় কোহলির পোস্টগুলি চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। তাঁর ক্রিপটিক পোস্ট নিয়ে জল্পনা কম হয় না। এবারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার আগেই ২০২৭ সালের বিশ্বকাপে বিরাটের খেলা নিয়ে নানা হিসেবনিকেশ চলছে। এই আবহে বিরাট কোহলি নিজেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেই জল্পনা আরও উস্কে দেন। তিনি লেখেন, 'একমাত্র তখনই আপনি হেরে যাবেন যখন হাল ছেড়ে দেবেন।' মুহুর্তের মধ্যে ভাইরাল হয় বিরাটের এই পোস্ট। ফ্যানেরা অঙ্ক কষতে শুরু করেন, তবে কি কিং কোহলি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে কিছু ইঙ্গিত দিলেন?

১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ODI সিরিজ। তাতে প্রত্যাবর্তন হয়েছে রোকো-র। অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফের একবার ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে চলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাঁদের এই প্রত্যাবর্তন নিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর বলেন, 'ওঁদের দু'জনকেই শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব তাঁরা অস্ট্রেলিয়ায় ভাল সময় কাটাবেন।' তিনি আরও বলেন, 'ওঁরা প্রতিভাবান খেলোয়াড়। ওঁদের অভিজ্ঞতা অমূল্য। ২০২৭ সালের বিশ্বকাপের এখনও আড়াই বছর বাকি। ফলে বর্তমান সময়ে ফোকাস রাখা জরুরি। কোহলি এবং রোহিত নজিরবিহীন খেলোয়াড়। ওঁদের ফেরত আসা বড় ব্যাপার। আশা করব তাঁদের এই সফর সফল হবে। সর্বোপরি অস্ট্রেলিয়ায় তাঁদের উপস্থিতিতে টিম ইন্ডিয়া দুরন্ত পারফর্ম করবে এই আশা রাখছি।'

বিরাট কোহলির এই পোস্ট ফ্যানেদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। অধিকাংশই মনে করেছিলাম তিনি অস্ট্রেলিয়া সফরের পরই ওয়ান ডে থেকে অবসর নেবেন। কিন্তু নতুন করে চাঙ্গা হয়ে উঠেছেন এই পোস্ট দেখে। অনেকেই মনে করছেন কোহলি বলতে চেয়েছেন, 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী।'

Advertisement

তবে অনুরাগীদের অনেকেই বলছেন, অস্ট্রেলিয়া সফর কোনও না কোনও বড় খেলোয়াড়ের কেরিয়ার নষ্ট করে। গত বার রোহিত এবং কোহলি বর্ডার-গাভাস্কার ট্রফি খেলে যাওয়ার পরই তাঁদের অবসর নিতে হয়েছিল টেস্ট ক্রিকেট থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের কাঁধে ভর করেই সিরিজ যেতে ভারত। এমনকী ২০২৫ সালেই IPL-এ RCB তাঁর জন্যই সিরিজ জেতে প্রথমবারের জন্য। 

 

POST A COMMENT
Advertisement