scorecardresearch
 

SRH vs RCB, IPL 2022: ফের গোল্ডেন ডাক বিরাট, ফিরতেই পারছেন না পুরনো ফর্মে

অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট। জগদীশ সুচিতের বলে হায়দরাবাদ ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে দেন বিরাট। সুচিতের বল লেগ স্টাম্পের বাইরের দিকে চলে যাচ্ছিল। তাই এই বল ছেড়ে দিলে ওয়াইড হত। কিন্তু সেই বল খেলতে যান বিরাট। আর তা করতে গিয়েই শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দেন, সেই বল মাটিতে পড়ার আগে তালুবন্দী করতে ভুল করেননি SRH ক্যাপ্টেন। 

Advertisement
আউট হয়ে ফিরছেন বিরাট আউট হয়ে ফিরছেন বিরাট
হাইলাইটস
  • প্রথম বলেই আউট বিরাট
  • হায় দরাবাদের বিরুদ্ধে গোল্ডেন ডাক বিরাটের

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ফের প্রথম বলেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার (৮ মে) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২২-এ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দল। প্লে-অফের লড়াইয়ের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে জিতলে দলগুলোর সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট। জগদীশ সুচিতের বলে হায়দরাবাদ ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে দেন বিরাট। সুচিতের বল লেগ স্টাম্পের বাইরের দিকে চলে যাচ্ছিল। তাই এই বল ছেড়ে দিলে ওয়াইড হত। কিন্তু সেই বল খেলতে যান বিরাট। আর তা করতে গিয়েই শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দেন, সেই বল মাটিতে পড়ার আগে তালুবন্দী করতে ভুল করেননি SRH ক্যাপ্টেন। 

এই নিয়ে তিনবার আইপিএল ২০২২-এ গোল্ডেন ডাক করলেন বিরাট। আর আইপিএল-এর ইতিহাসে ছয় বার প্রথম বলে আউট হলেন RCB-র এই তারকা ক্রিকেটার।  

এবারের আইপিএল-এ একেবারেই ছন্দে নেই বিরাট। ১২ ম্যাচে মাত্র ২১৬ রান করেছেন এই ব্যাটার। র‍য়েছে একটা মাত্র হাফ সেঞ্চুরি। গড় মাত্র ২১.৬০। গোটা মরশুমে ২০টা চার ও ৪টি ছক্কা মেরেছেন বিরাট।

সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেয়িং-১১: অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠি, আইদান মার্করাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, জগদীশ সুচিত, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, ওমরান মালিক

Advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লেয়িং-১১: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লমার, দিনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হর্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজলউড 

Advertisement