Virat Kohli Retirement: বিরাট জীবনে পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্টও খেলেননি, কেন জানেন?

পাকিস্তানের বিরুদ্ধে কখনও একটিও টেস্ট ম্যাচ খেলেননি বিরাট কোহলি। এমনকী, খেলতেও যাননি পাকিস্তানে। বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার দিনই চর্চা শুরু হয়েছে এই তথ্যটি নিয়ে। এর কারণ জানলে চমকে উঠবেন।

Advertisement
বিরাট জীবনে পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্টও খেলেননি, কেন জানেন?Virat Kohli Retirement
হাইলাইটস
  • পাকিস্তানের বিরুদ্ধে কোনও টেস্ট খেলেননি বিরাট কোহলি
  • কোনও দিন পাকিস্তানে খেলতেও যাননি
  • এর কারণটা জানেন?

লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। তাঁর এই ঘোষণায় টেস্ট ক্রিকেটে এক যুগের অবসান হল। এই ফরম্যাটে একের পর এক দলের বিরুদ্ধে মারকাটারি পারফরম্যান্স রয়েছে তাঁর ঝুলিতে। প্রায় সব টিমের বিরুদ্ধে খেলেছেন কিন্তু জানেন কি একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে কখনও টেস্ট খেলেননি কোহলি। 

এখানেই শেষ নয়, কোনও ফরম্যাটের ক্রিকেট খেলতেই কখনও পাকিস্তানে যাননি কিং কোহলি। যদিও পাকিস্তান টিমের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। পাকিস্তানি ফ্যাশনের সংখ্যাও নেহাত কম নয় তাঁর। ODI ফরম্যাটে সর্বাধিক রানের রেকর্ডটিও রয়েছে এই পাকিস্তানের বিরুদ্ধেই। 

তা সত্ত্বেও কেন কখনও পাকিস্তানে খেলতে যাননি কোহলি? ২০১২ সালের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। কেবলমাত্র ICC টুর্নামেন্ট এবং এশিয়া কাপেই মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই টিম। 

২০০৮ সালে শেষবার পাকিস্তান সফর
ভারতীয় দল শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল। পরের বছর ৩ মার্চ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিমের বাস সন্ত্রাসবাদী হামলা হয়। সেই ঘটনার পর থেকে বিশ্বের কোনও ক্রিকেট টিমই পাকিস্তানে খেলতে যেতে রাজি হন না। টিম ইন্ডিয়াও সেই একই কারণে পাকিস্তানে খেলতে যেতে নারাজ ছিল। 

শেষ ২০১২ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়েছিল। সেবার পাকিস্তান ভারতকে হারিয়ে দিয়েছিল। তারপর থেকেই বন্ধ হয়ে যায় দ্বিপাক্ষিক সিরিজ। 

কখনও পাকিস্তানে খেলতে যাননি কোহলি
ODI-তে ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। টেস্টে তাঁর ডেবিউ হয়েছিল ২০১১ সালে। টি-২০ ফরম্যাটে তিনি প্রথম খেলেছিলেন ২০১০ সালে। তিন ফরম্যাটেই তিনি এমন সময় খেলতে নেমেছিলেন যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে। তবে এশিয়া কাপ হোক কিংবা ICC সিরিজ, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ছক্কা হাঁকিয়েছেন বিরাট। 

২০১২ সালের টি-২০ ওয়ার্ল্ড কাপের ইনিংস হোক কিংবা ২০১৫ সালের ODI শতরান, কোহলি বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে ধ্বংসাত্মক পারফর্ম করেছেন। ২০২২ সালের ঐতিহাসিক টি-২০ ম্যাচের কথাও বিরাট ভক্তদের অত্যন্ত পছন্দের ইনিংস। ODI-তে তাঁর ১৮৩ রানের ইনিংসে একা হাতেই পাকিস্তানকে প্যাভেলিয়নে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলা হয়নি তাঁর। 

Advertisement

সম্প্রতি ভারত-পাকিস্তান পরিস্থিতির জন্য IPL স্থগিত হয়ে যায়। যা নিয়ে বিরাট কোহলি বিশেষ পোস্ট করেছিলেন। 'অপারেশন সিঁদুর' নিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, 'এই কঠিন সময়ে সুরক্ষা দেওয়ার জন্য আমরা দেশের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছি, তাঁদের স্যালুট জানাই। নিজের এবং নিজেদের পরিবারের স্বার্থকে ত্যাগ করে তাঁরা যে সাহসিকতা দেখিয়েছেন, সে জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ। জয় হিন্দ।'

 

POST A COMMENT
Advertisement