scorecardresearch
 

Virat Kohli-Mahakaleswar Tample: মহাকাল মন্দিরে পুজো দিয়েই শতরান বিরাটের, খুব সস্তায় কীভাবে যাবেন এই মন্দির?

চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগেই উজ্জয়িনির মহাকালেশ্বর মন্দিরে সপরিবারে পুজো দিতে গিয়েছিলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই সেঞ্চুরির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের পুজো দেওয়ার ছবি ও ভিডিও আবারও ভাইরাল হতে শুরু করেছে।

Advertisement
মহাকালেশ্বর মন্দিরে পুজো বিরাট-অনুষ্কা মহাকালেশ্বর মন্দিরে পুজো বিরাট-অনুষ্কা
হাইলাইটস
  • আহমেদাবাদে দারুণ শতরান বিরাটের
  • ৭৫তম শতরান বিরাটের

চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগেই উজ্জয়িনির মহাকালেশ্বর মন্দিরে সপরিবারে পুজো দিতে গিয়েছিলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই সেঞ্চুরির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের পুজো দেওয়ার ছবি ও ভিডিও আবারও ভাইরাল হতে শুরু করেছে। তিন বছরেরও বেশি সময় ধরে টেস্টে সেঞ্চুরি পাচ্ছিলেন না ভারতের তারকা ব্যাটার। আবারও তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। তবে সমস্ত সমালোচানার জবাব দিয়ে দিলেন বিরাট। অনেকেই মনে করছেন, মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েই ফর্মে ফিরেছে বিরাটের। সস্তায় ঘুরে আসা যায় এই মন্দিরে।  

ট্রেনে কীভাবে যাওয়া যায় এই মন্দিরে- কত খরচ?
কলকাতা থেকে উজ্জ্বয়ীনি যাওয়ার বেশকিছু ট্রেন রয়েছে। হাওড়া থেকে ছাড়ে শিপ্রা এক্সপ্রেস। বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাড়ে এই ট্রেন। একদিন আট ঘণ্টা সময় লাগে উজ্জ্বয়ীনি যেতে। রাত ৯টা ৫৫ মিনিটে উজ্জ্বয়ীনি গিয়ে পৌঁছায় এই ট্রেন। সোমবার, বৃহস্পতিবার ও শনিবার ছাড়ে এই ট্রেন। স্লিপার ক্লাসের ভাড়া ৬৯৫ টাকা। কলকাতা স্টেশন থেকেও পাওয়া যায় ট্রেন। আদি এক্সপ্রেস ছাড়ে দুপুর ১টা ১০ মিনিটে। একদিন সাড়ে আট ঘণ্টা সময় লাগে এই ট্রেনের উজ্জ্বয়ীনি পৌঁছাতে। রাত ৯টা ৩৫ নাগাদ পৌঁছায় এই ট্রেন। স্লিপারের টিকিটের দাম ৬৬০ টাকা। শালিমার থেকে ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে রাত সাড়ে আটটায়। প্রত্যেক শনিবার ছাড়ে এই ট্রেন। ১দিন ৩ ঘণ্টা মত সময় লাগে এই ট্রেনের উজ্জ্বয়ীনি পৌঁছতে। রাত ১১টা ৫ মিনিটে উজ্জ্বয়ীনি পৌঁছায় এই ট্রেন। স্লিপারের ভাড়া ৬৮৫ টাকা। 

আরও পড়ুন: টেস্টে সাড়ে ৩ বছর বাদে শতরান কোহলির, খেললেন ২৪১ বল

মহাকাল মন্দিরে পুজো
মহাকাল মন্দিরে পুজো

দেখতে পারেন ভস্ম আরতি
গোটা মহাকালেশ্বর মন্দির ঘুরতে সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা। শিবকেই উজ্জয়িনীতে প্রধান দেবতা হিসাবে পুজো করা হয়। লোককথা অনুযায়ী, শিব এই শহরের রাজা ছিলেন। এই শহরে মহাকালের মন্দির ছাড়াও আরও কিছু বিখ্যাত এবং প্রাচীন মন্দির রয়েছে। পাশাপাশি এই শহরে রয়েছে প্রাচীন রাম ঘাট। কুম্ভ মেলা উপলক্ষে প্রতি ১২ বছর অন্তর এই ঘাটে বিপুল জনসমাগম ঘটে। উজ্জয়িনী শহর পরিচিত ‘ভারতের গ্রিনউইচ’ নামে পরিচিত। আর্যভট্টের ‘সূর্যসিদ্ধান্ত’ অনুযায়ী, উজ্জয়িনী ভৌগোলিক ভাবে এমন একটি স্থানে রয়েছে যেখানে অক্ষরেখা এবং কর্কটক্রান্তি রেখা মিলিত হয়েছে। উজ্জয়িনীর এই বিশেষ স্থানে অবস্থানের পিছনে শিবমাহাত্ম্য আছে বলেও অনেকে মনে করেন। মহাকাল মন্দিরের অন্যতম আকর্ষণ হল 'ভস্ম আরতি'। বহুদূর থেকে এই আরতি দেখতে ভক্তরা ছুটে আসেন। প্রতিদিন ভোর চারটের সময় শুরু হয় এই আরতি। যে কেউ এই আরতিতে অংশ নিতে পারেন। আরতির সময়, শিব্লিঙ্গে দউ,দুধ, মধু, চন্দন মাখিয়ে দেওয়া হয়। এরপর দুধ ও জল ঢেলে স্নান করানো হয়। 

Advertisement

আরও পড়ুন: পিঠের ব্যথায় কাবু, টেস্টের মাঝেই হাসপাতালে ভারতীয় তারকা

তিন বছর পর সেঞ্চুরি বিরাটের
২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্টে শেষবার সেঞ্চুরি করেন বিরাট। এরপর টেস্টে আর সেঞ্চুরি করতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। টি২০ ক্রিকেট বা একদিনের ক্রিকেটে তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে টেস্টে সেঞ্চুরি আসছিল না। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে আহমদাবাদে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি পেয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পাটা উইকেটে ২৪৩ বলে শতরান করেন বিরাট। 


 

Advertisement