সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) পাঞ্জাব কিংসকে (Punjab Kings) চার উইকেটে হারিয়ে দিয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পরে ঘুরে দাঁড়িয়েছে আরসিবি। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন কিং কোহলি। ম্যাচের পরেই আসন্ন টি২০ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুলেছেন বিরাট।
ধারাভাষ্যকার হর্ষ ভোগলের অনেক প্রশ্নের উত্তর দেন বিরাট কোহলি। সেই সময়ে, কোহলি জানাতে ভোলেননি যে অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনিই 'আসল মুখ'। কোহলি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচারের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। এর থেকেই বোঝা যায়, টি২০ বিশ্বকাপে খেলার জন্য বিরাট কতটা ব্যাকুল। যারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তার জায়গা নিয়ে বিতর্ক দেখছেন, তাদেরকেও এক হাত নিয়েছেন বিরাট।
সম্প্রতি ইংরেজি পত্রিকা দ্য টেলিগ্রাফে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট অনুসারে, কোহলি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দূরে থাকতে পারেন কারণ তিনি নাকি টি-টোয়েন্টির জন্য উপযুক্ত নন। এওন্টাই মনে করছেন সিলেক্টররা। এই রিপোর্ট অনুযায়ী, কোহলি আইপিএলে ভাল পারফরম্যান্স দেখাতে পারলেই বিশ্বকাপের জন্য তাঁকে নেওয়ার কথা বিবেচনা করা হবে। ২ জুন থেকে ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি- টোয়েন্টি বিশ্বকাপ।
রাহুল দ্রাবিড়কে নিয়ে একথা বললেন
রাহুল দ্রাবিড়কে নিয়েও মুখ খুলেছেন বিরাট কোহলি। তিনি বলেন, 'ভারতীয় ড্রেসিংরুমে আমি যে ভালবাসা, প্রশংসা এবং সমর্থন পেয়েছি তা আশ্চর্যজনক। আমি দলকে ভাল স্টার্ট দেওয়ার চেষ্টা করি। কিন্তু উইকেট পড়ে গেলে পরিস্থিতিও বুঝতে হবে।' পাশাপাশি তিনি এও বলেন, 'রাহুল ভাই সবসময় বলেন, খেলাটা উপভোগ করতে। আমিও সেটাই চেষ্টা করি।' এদিনের ম্যাচ নিয়ে কোহলি বলেন, 'এটা সাধারণ পিচ ছিল না। এমন পরিস্থিতিতে, আমি ভেবেছিলাম যে আমার সঠিক ক্রিকেটিং শট খেলতে হবে। খেলা শেষ করতে না পারায় হতাশ। আমি জানি যে যখন টি- টোয়েন্টি ক্রিকেটের কথা আসে, আমার নাম প্রায়ই বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচারের সঙ্গে যুক্ত হয়।'
বিরতি নিয়ে বিবৃতিও দিয়েছেন বিরাট
দুই মাসের বিরতি প্রসঙ্গে বিরাট কোহলি বলেন, 'আমরা দেশে ছিলাম না। আমরা এমন একটা জায়গায় ছিলাম যেখানে মানুষ আমাদের চিনতে পারছিল না। একটি পরিবার হিসাবে এক সঙ্গে সময় কাটানো খুবই জরুরী ছিল।'