Virat Kohli, Rohit Sharma: 'অনেকদিন ক্রিকেট খেললে এরকম সময় আসে,' বিরাট-রোহিতের ফর্ম নিয়ে সৌরভ

ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের প্রশংসা করে সৌরভ আরও বলেন, '' এরা দুই জনেই অসাধারণ ক্রিকেটার। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এটা একটা পর্যায় চলছে। এই খারাপ সময়টা কাটিয়ে দিতে পারলে ওরা আরও অনেকদিন ক্রিকেট খেলতে পারবে।'' ডিআরএস নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই ভুল করে ফেলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। তবে এই বিষয়কে খুব একটা আমল দিতে নারাজ সৌরভ। তিনি সাফ জানিয়ে দেন, ''ভুল হবেই। ক্রিকেট মাঠে ভুল হয়। রোজ মাঠে ক্যাপ্টেন্সি করতে গেলে একটা-আধটা ভুল হয়। আমাদের ভুললে চলবে না, ও কিন্তু অধিনায়ক হিসেবেই পাঁচটা আইপিএল জিতেছে। ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড অসাধারণ।''

Advertisement
'অনেকদিন ক্রিকেট খেললে এরকম সময় আসে,' বিরাট-রোহিতের ফর্ম নিয়ে সৌরভসৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন সৌরভ
  • বিরাটদের প্রশংসায় বোর্ড সভাপতি

বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে চিন্তায় তাঁর ফ্যান থেকে শুরু করে বিসিসিআই (BBCI) কর্তারাও। চিন্তা আরও বাড়িয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) রান না পাওয়াও। কারণ, এই বছর আইপিএল-এর পরে রয়েছে ঠাসা ক্রীড়াসূচী। টি২০ বিশ্বকাপও এই বছরের শেষেই। তবে এই দুই সুপারস্টার ব্যাটারের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি মনে করেন দ্রুতই ফর্মে ফিরবেন দুই ব্যাটার। মধ্য কলকাতার এক হোটেলে বানিজ্যিক সংস্থার প্রচারে এসেছিলেন বাংলার মহারাজ। সেই সময় তিনি বলেন, 'ওরা দীর্ঘ দিন ধরেই ক্রিকেট খেলছে। কেরিয়ারের এক একটা সময় এমনটা হয়। তবে তাতে ঘাবড়ানোর কিছু নেই। বিরাট তো আগের ম্যাচে খুব ভাল খেলেছে। সবচেয়ে বড় কথা যে সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটা বড় ইনিংস দরকার ছিল সেই সময় ও ভাল খেলেছে।''

ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের প্রশংসা করে সৌরভ আরও বলেন, '' এরা দুই জনেই অসাধারণ ক্রিকেটার। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এটা একটা পর্যায় চলছে। এই খারাপ সময়টা কাটিয়ে দিতে পারলে ওরা আরও অনেকদিন ক্রিকেট খেলতে পারবে।'' ডিআরএস নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই ভুল করে ফেলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। তবে এই বিষয়কে খুব একটা আমল দিতে নারাজ সৌরভ। তিনি সাফ জানিয়ে দেন, ''ভুল হবেই। ক্রিকেট মাঠে ভুল হয়। রোজ মাঠে ক্যাপ্টেন্সি করতে গেলে একটা-আধটা ভুল হয়। আমাদের ভুললে চলবে না, ও কিন্তু অধিনায়ক হিসেবেই পাঁচটা আইপিএল জিতেছে। ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড অসাধারণ।''

আরও পড়ুন: এআর রহমান-রণবীর সিং! IPL 2022 ফাইনালে যা হতে চলেছে...

আরও পড়ুন: 'ইডেন নয়, আমার হোম গ্রাউন্ড মোতেরা,' বলছেন ঋদ্ধিমান

মঙ্গলবার ইডেনে প্রথম প্লে অফের ম্যাচে খেলতে নামছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। তবে বৃষ্টি হলেও ইডেনে ম্যাচ করতে সমস্যা হবে না বলেই দাবি সৌরভের। তিনি বলেন, ''ইডেনের কভারগুলো খুব ভাল। বৃষ্টি নিয়ে চিন্তা নেই। কারণ বৃষ্টি থেমে গেলেই খেলা চালু করে দেওয়া যাবে।''     

Advertisement

POST A COMMENT
Advertisement