RR vs RCB, IPL: ফের ব্যর্থ বিরাট, তবুও শীর্ষে থাকা RR-কে হারাল RCB

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংসের নবম ওভারে যখন বল করছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপর ডেভিড উইলি স্কোয়ার লেগের দিকে শট খেলেন। বল খুব বেশিদূর না যাওয়ায় রান নেওয়ার চেষ্টা করেননি তিনি। কিন্তু স্ট্রাইক পেতে চেয়েছিলেন বিরাট। ফলে নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড়ে যান তিনি।

Advertisement
ফের ব্যর্থ বিরাট, তবুও শীর্ষে থাকা RR-কে হারাল RCBবিরাটের রান আউট
হাইলাইটস
  • বড় রান করতে পারেননি বিরাট
  • দল জিতেছে চার উইকেটে

মঙ্গলবার আইপিএল-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ম্যাচে চার উইকেটে আরসিবি জিতলেও বিরাট কোহলি (Virat Kohli)। রান আউট হয়ে ফিরতে হয় আরসিবি-র প্রাক্তন অধিনায়ককে। রাজস্থান র‍য়্যালস (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসংয়ের (Sanju Samson) অসধারণ থ্রো থেকে রান আউট হতে হয় ভারতের অন্যতম সেরা ব্যাটারকে। 

যেভাবে রানআউট হলেন বিরাট কোহলি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংসের নবম ওভারে যখন বল করছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপর ডেভিড উইলি স্কোয়ার লেগের দিকে শট খেলেন। বল খুব বেশিদূর না যাওয়ায় রান নেওয়ার চেষ্টা করেননি তিনি। কিন্তু স্ট্রাইক পেতে চেয়েছিলেন বিরাট। ফলে নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড়ে যান তিনি। উইলি রান নিতে না চাওয়ায় কিছুদূর গিয়েই নিজের ভুল বুঝতে পারেন বিরাট। উইকেট বাঁচাতে নিজের ক্রিজের দিকে দৌড়াতে থাকেন তিনি। যদিও ততক্ষণে বলের কাছে পৌঁছে গিয়েছেন সঞ্জু। ঝাঁপিয়ে বল ধরে মাটিতে পড়ার আগেই রাজস্থান অধিনায়ক তা ছুড়ে দেন চাহালের হাতে। বল হাতে পেয়েই সময় নষ্ট না করে উইকেট লাগান চাহাল। প্রায় একই সময় ক্রিজে ঢুকে যান বিরাট। থার্ড আম্পায়ার বিরাটকে আউট বলে ঘোষণা করেন। কারণ বেল পড়ার সময় বিরাটের ব্যাট লাইনের উপরে ছিল। এর পরের বলেই আবার বোল্ড হন উইলি। 

আরও পড়ুন: মাঠের মধ্যেই সিরাজের সঙ্গে নাচ বিরাটের, Viral Video

আরও পড়ুন: দারুণ ক্যাচ ধরলেন সচিন পুত্র অর্জুন, অবাক সূর্যকুমার, Video

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম দিকের উইকেট এভাবেই পড়েছিল

প্রথম উইকেট- ফাফ ডু প্লেসিস ২৯ রান (৫৫-১)
দ্বিতীয় উইকেট- অনুজ রাওয়াত ২৬ রান (৬১-২)
তৃতীয় উইকেট- বিরাট কোহলি ৫ রান (৬২-৩)
চতুর্থ উইকেট- ডেভিড উইলি ০ রান (৬২-৪) 
পঞ্চম উইকেট - এস. রাদারফোর্ড ৫ রান (৮৭-৫) 

POST A COMMENT
Advertisement