ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা পেতে পারে টিম ইন্ডিয়া (Team India)। কুঁচকির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই চোট পান কোহলি। প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই (মঙ্গলবার) ওভালে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, প্রথম ওয়ানডে ম্যাচের আগে ১১ জুলাই (সোমবার) অনুশীলন সেশনেও আসেননি বিরাট কোহলি। যদিও এই অনুশীলন সেশনটি ছিল ঐচ্ছিক। সূত্রটি জানিয়েছে, 'গত ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন বিরাট। ব্যাটিং নাকি ফিল্ডিং করতে গিয়ে এই চোট পেয়েছেন বিরাট তা এখনও স্পষ্ট নয়। তিনি সম্ভবত আজকের ম্যাচ খেলবেন না।'
আরও পড়ুন: চুক্তি সইয়ের ব্যাপারে ইস্টবেঙ্গলের সম্মতি মিলেছে, জানাল ইমামি
টি-টোয়েন্টি সিরিজে ফ্লপ
বিরাট কোহলি তাঁর ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার খারাপ ফর্মের কারণে দলে বিরাটের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন। কোহলি প্রায় পাঁচ মাস পর একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিলেন। যেখানে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দু'টি ম্যাচে মোট ১২ রান করেন।
আরও পড়ুন: 'বিরাটকে নিয়েই বেশি সমালোচনা হয়', কোহলির পাশে গাভাস্কার
সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষা
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলিকে আউট করেছিলেন রিচার্ড গ্লিসন। একই সঙ্গে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডেভিড উইলির শিকার হন তিনি। এর আগে এজবাস্টনে টেস্ট ম্যাচে ১১ এবং ২০ রান করে আউট হয়েছিলেন কোহলি। IPL 2022-এও কোহলির ব্যাটে রান ছিল না। সেই সময়ে, কোহলির গড় ছিল ২২.৭৩। ১৬টি ম্যাচে মাত্র ৩৪১ রান করেন তিনি। কোহলি নভেম্বর ২০১৯ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি করতে পারেননি।
আরও পড়ুন: মা তুঝে সেলাম! ৯৪ বছরে সোনা জয় বিদেশে, ভারতের নাম উজ্জ্বল করলেন ভগবানী দেবী
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, শিখর ধাওয়ান, ইশান কিশান, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র প্যাটেল, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং।