Virat kohli Smriti Mandhana: মিল অনেক, কোহলি পারেননি, চ্যাম্পিয়ন হতে পারবেন স্মৃতিরা?

সোমবার মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL 2023) জন্য নিলাম আয়োজিত হয়। মুম্বইয়ে ৮৭ জন ক্রিকেটারের বিডিং হয়। যার মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটারও ছিলেন। এই মরশুমে সবচেয়ে বেশি দাম পেয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। ৩.৪ কোটি টাকায় তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। শুধু বিরাট কোহলির (Virat Kohli) দলে যোগ দেওয়া নয়, স্মৃতির সঙ্গে বিরাটের আরও অনেক মিল রয়েছে।

Advertisement
মিল অনেক, কোহলি পারেননি,  চ্যাম্পিয়ন হতে পারবেন স্মৃতিরা?স্মৃতি মন্ধনা ও বিরাট কোহলি
হাইলাইটস
  • বিরাটের সঙ্গে স্মৃতির অনেক মিল
  • নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার স্মৃতি

সোমবার মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL 2023) জন্য নিলাম আয়োজিত হয়। মুম্বইয়ে ৮৭ জন ক্রিকেটারের বিডিং হয়। যার মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটারও ছিলেন। এই মরশুমে সবচেয়ে বেশি দাম পেয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। ৩.৪ কোটি টাকায় তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। শুধু বিরাট কোহলির (Virat Kohli) দলে যোগ দেওয়া নয়, স্মৃতির সঙ্গে বিরাটের আরও অনেক মিল রয়েছে।


দুই ক্রিকেটারের জার্সি নম্বর একই: আরও একটি বড় কাকতালীয় ঘটনা হল, বিরাট কোহলির পাশাপাশি স্মৃতি মান্ধনারও জার্সি নম্বর ১৮। ১৮ নম্বর জার্সিতে দুজনেই নিজেদের দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। এই মরশুমে, বিরাট কোহলির সঙ্গে স্মৃতিকেও আরসিবি-র হয়ে ১৮ নম্বর জার্সিতে খেলতে দেখা যাবে। 

আরও পড়ুন: আরসিবি থেকে মুম্বই ইন্ডিয়ান্স, কোন দল কাকে কিনল? জানুন সব দলের স্কোয়াড

উভয় খেলোয়াড়ের উপর RCB-এর বিশ্বাস রয়েছে:  ২০০৮ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পরপরই বিরাট কোহলিকে নিলামে কেনে আরসিবি। যদিও বিরাট কোহলি তখনও সিনিয়র স্তরে ভারতের হয়ে খেলতে পারেননি। বয়সভিত্তিক স্তরে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আরসিবি তার কাছ থেকে অনেক কিছুই আশা করেছিল। আইপিএলের উদ্বোধনী ম্যাচেই, আরসিবি বিরাট কোহলিকে প্লেয়িং-১১-এ সুযোগ দেয় এবং তিনি তিন নম্বরে ব্যাট করতে আসেন।

বিরাট কোহলি ও স্মৃতি
বিরাট কোহলি ও স্মৃতি মন্ধনা

উভয়েরই দামি ক্রিকেটার: বিরাট কোহলিকে আইপিএলের প্রথম নিলামে ৩০,০০০ মার্কিন ডলারে কেনা হয়েছিল। সেই মরশুমে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন বিরাট। স্মৃতি মান্ধানাকেও ৩.৪ কোটিতে কেনা হয়েছে। এবং তিনিই এবারের WPL নিলামে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়। আরসিবি ২০০৮ সালের নিলামে কোহলিকে দলে নিতে ঝাঁপিয়েছিল। এবার মান্ধানার ক্ষেত্রেও ঠিক সেটাই হল।

 

আরও পড়ুন: WPL-এর নিলাম: কোটিপতি একাধিক মহিলা ক্রিকেটার

আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার WPL-এর প্রথম মরশুমে, আরসিবি চ্যাম্পিয়ন হতে চায়। স্মৃতি মান্ধানার আরসিবি অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। WPL-এর পর, IPL-এর ১৬ তম আসর আয়োজিত হবে। সেখানেও সকলের নজর থাকবে বিরাট কোহলির ওপর। 

Advertisement

POST A COMMENT
Advertisement