ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের একটি ম্যাচে মেজাজ হারিয়ে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কার্লোস ব্রেথওয়েট। বল ছুড়ে প্রথমে ব্যাটসম্যানকে আঘাত করেন তিনি। এরপর আম্পায়ারের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। সেই ঝামেলার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রবিবার বার্মিংহাম বিয়ার্স এবং ডার্বিশায়ারের মধ্যে ম্যাচটি খেলা হয়েছিল। বার্মিংহাম দলের অধিনায়ক ছিলেন কার্লোস ব্রেথওয়েট। প্রথমে ব্যাট করে তার দল ৭ উইকেটে ১৫৯ রান করে।
ডার্বিশায়ারের হয়ে ব্যাট করতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন কার্লোস
জবাবে ব্যাট করতে নেমে ডার্বিশায়ার ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৬০ রান করে ম্যাচ জিতে নেয়। ফাস্ট বোলার ও অধিনায়ক কার্লোসও ম্যাচে ৪ ওভার বল করেন। ২৯ রানে একটি উইকেটও নেন তিনি। ডার্বিশায়ারের হয়ে ব্যাট করতে গিয়ে ১৩তম ওভারে মেজাজ হারিয়ে ফেলেন কার্লোস।
আসলে, ডার্বিশায়ারের ইনিংসের সময় কার্লোস ১৩তম ওভারটি করেছিলেন। চতুর্থ বলে শট খেলেন বিপক্ষের ব্যাটসম্যান ওয়েন মেডসেন। বল সরাসরি কার্লোসের হাতে চলে যায়। এরপর তিনি বলটি ধরেন এবং সরাসরি স্টাম্পের দিকে লক্ষ্য করে ছুড়ে মারলে তা মেডসেনের পায়ে গিয়ে লাগে। এই সময়ে মেডসেন দৌড়ে গিয়ে একটি রান নেন এবং কার্লোসও তাঁর কাছে ক্ষমা চান।
আরও পড়ুন: ১১ বছর আগে এই দিনেই অভিষেক হয়েছিল বিরাটের, দেখুন কোহলির না দেখা ছবি
প্রতিপক্ষ পেনাল্টি হিসেবে পায় ৫ রান
ক্ষমা চাইলেও নিস্তার পাননি ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। পরে আম্পায়ার এই ঘটনার জন্য ব্যাটিং টিমকে ৫ রান দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে কার্লোস ব্রেথওয়েট আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। দুই ফিল্ড আম্পায়ার একে অপরের সঙ্গে কথা বলার পর জরিমানা আরোপ করেন। এই বলের আগে ডার্বিশায়ারের প্রয়োজন ৪৫ বলে ৪৯ রান, হাতে ৯ উইকেট।