India Vs Pakistan Asia Cup 2023: ভারত-পাক ম্যাচ শনিবার, মোবাইলে ফ্রি-তে কীভাবে দেখা যাবে? রইল

এশিয়া কাপ (Asia Cup 2023) দেখতে টাকা লাগবে না। এশিয়া কাপ সম্প্রচারের দায়িত্বে থাকা এই সংস্থা জানিয়ে দিয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এই অ্যাপে বিনামূল্যেই দেখা যাবে এশিয়া কাপ।

Advertisement
ভারত-পাক ম্যাচ শনিবার, মোবাইলে ফ্রি-তে কীভাবে দেখা যাবে? রইলভারত বনাম পাকিস্তান

এশিয়া কাপ (Asia Cup 2023) দেখতে টাকা লাগবে না। এশিয়া কাপ সম্প্রচারের দায়িত্বে থাকা এই সংস্থা জানিয়ে দিয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এই অ্যাপে বিনামূল্যেই দেখা যাবে এশিয়া কাপ।

এবারের এশিয়া কাপে তিনবার দেখা যেতে পারে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মেগা ম্যাচ। শুধুমাত্র এশিয়া কাপ নয়, বিশ্বকাপও (ICC World Cup 2023) দেখা যাবে বিনামূল্যেই। এমনটাও জানা গিয়েছে। এই বছরের একেবারে শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। আর সেই বিশ্বকাপের সব ম্যাচও দেখা যাবে হটস্টারে। সাবক্রিপশন ছাড়াই। গত বছরের একেবারে শেষদিকে বিশ্বকাপ ফুটবল ও তারপর সদ্য সমাপ্ত আইপিএল ফ্রিতে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিল জিও সিনেমা। হটস্টারও এবার সেই পথেই হাঁটতে চলেছে বলে জানা গিয়েছে। ডিজনি+হটস্টার-এর প্রধান সজিথ শিবানন্দন এক সাক্ষাৎকারে বলেন, ‘ডিজনি+হটস্টার ভারতে বেশ জনপ্রিয়। দর্শকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা এশিয়া কাপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপকে আরও বৃহত্তর দর্শকদের জন্য ফ্রিতে দেখানোর ব্যবস্থা করেছি।‘  

আইপিএল-এর ফাইনালে রেকর্ড সংখ্যক দর্শক জিও সিনেমার পর্দায় চোখ রেখেছিলেন। রিলায়েন্সের Viacom18 ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত প্রায় ২.৯ বিলিয়ন মার্কিন ডলারে আইপিএল ডিজিটাল স্ট্রিমিং রাইটস জিতে নেয়, এই রাইটস এর আগে ডিজনি প্লাস হটস্টারের কাছে ছিল। সেই জন্যই এবার ভারতের বাজার ধরতে ফ্রিতে এশিয়া কাপ ও বিশ্বকাপ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজনি প্লাস হটস্টার। 


পাকিস্তান আয়োজনের দায়িত্ব পেলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। ফলে রোহিত শর্মারা তাদের সমস্ত ম্যাচ খেলবেন শ্রীলঙ্কায়। বুধবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রবিবার তারা প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এরপর সুপার ফোরে দুই দল উঠলে আবারও ভারত-পাক ম্যাচ হতে পারে। ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই দল।  


রোহিত শর্মাদের ম্যাচগুলি অন্য কোনও দেশে খেলানো হোক। বিশ্বকাপের আগে ৫০ ওভারের এই টুর্নামেন্ট এশিয়ার সমস্ত দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।  

Advertisement

POST A COMMENT
Advertisement