India vs Pakistan: খেলতে নারাজ হরভজন-ধাওয়ানরা, বিতর্কের মুখে বাতিল ভারত-পাকিস্তান WCL ম্যাচ

পহেলগাঁও হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে নেশন ফার্স্ট বলছেন ক্রিকেটাররাও। ফলে WCL-এ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল ঘোষণা করা হল।

Advertisement
খেলতে নারাজ হরভজন-ধাওয়ানরা, বিতর্কের মুখে বাতিল ভারত-পাকিস্তান WCL ম্যাচবাতিল ভারত-পাকিস্তান ম্যাচ
হাইলাইটস
  • বাতিল করা হল WCL ভারত-পাকিস্তান ম্যাচ
  • নাম প্রত্যাহার করেছিলেন হরভজন, ধাওয়ান
  • নেশন ফার্স্ট বলছেন ক্রিকেটাররা

নানা বিতর্কের মাঝে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL) রবিবার হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা হল। আয়োজকদের পক্ষ থেকে একটি অফিশিয়াল বিবৃতি জারি করে ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়েছে। 

ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না এবং ইউসূফ পাঠান এই ম্যাচ থেকে আগেই নিজেদের নাম তুলে নিয়েছিলেন। শিখর ধাওয়ান এই মর্মে একটি বিবৃতিও জারি করেছিলেন এক্স হ্যান্ডলে। তিনি লেখেন, 'দেশ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের চেয়ে বড় আর কিছু নয়।' ওই পোস্টেই তিনি জানিয়েছিলেন, WCL-এর ভারত-পাকিস্তান ম্যাচে তিনি খেলবেন না। একই ভাবে এই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেছেন হরভজন সিংও। 

WCL কী জানাচ্ছে?

ম্যাচ আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, 'WCL সর্বদাই ক্রিকেটকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আমাদের একমাত্র উদ্দেশ্য দর্শক এবং ক্রিকেটপ্রেমীদের কিছু সুন্দর মুহূর্ত উপহার দেওয়া। এ বছর পাকিস্তানের হকি টিম ভারতে খেলতে আসছে, পাশাপাশি সম্প্রতি ভারত-পাকিস্তান ভলিবল ম্যাচ সহ কয়েকটি অন্যান্য খেলাও দুই দেশের মধ্যে আয়োজিত হয়েছে কিংবা হতে চলেছে। ফলে আমরাও WCL-এ ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করেছিলাম। এই ম্যাচ দুই দেশের ক্রিকেটপ্রেমীদেরই উৎসাহিত করবে, এ ধারণা ছিল।' WCL আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, 'হয়তো আমরা বহু সংখ্যক দেশপ্রেমিক মানুষের ভাবাবেগে আঘাত করেছি। অনিচ্ছা সত্ত্বেও সংবেদনশীল বিষয়টি উত্থাপন করে ফেলেছি। সবচেয়ে বড় কথা ভারতের কিংবদন্তী ক্রিকেটারদেরও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছি। তাঁরা দেশের মুখ উজ্জ্বল করেছেন। একাধিক ব্র্যান্ডও প্রাভাবিত হয়েছে এই ম্যাচের আয়োজনে। ফলে আমরা ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।'\

 

POST A COMMENT
Advertisement