West Indies vs India: কদর্য অধিনায়কত্ব, ব্যাটিং-বোলিংয়ে ভরাডুবি, তার পরও সাফাই হার্দিকের!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ হেরে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। প্রথম দুই ম্যাচে হারের পর, পরপর দুই ম্যাচ জিতে সমতা ফিরিয়ে এনেছিল ভারতীয় দল। তবে শেষ ম্যাচে টিম ইন্ডিয়াকে আট উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

Advertisement
কদর্য অধিনায়কত্ব, ব্যাটিং-বোলিংয়ে ভরাডুবি, তার পরও সাফাই হার্দিকের!হার্দিক পান্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ হেরে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। প্রথম দুই ম্যাচে হারের পর, পরপর দুই ম্যাচ জিতে সমতা ফিরিয়ে এনেছিল ভারতীয় দল। তবে শেষ ম্যাচে টিম ইন্ডিয়াকে আট উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 
 

কেন টি২০ সিরিজে হারতে হল ভারতীয় দলকে?
শেষ ম্যাচে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। প্রথমত টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এরপর বল করতে নেমে প্রথম ওভারেই চলে আসেন পান্ডিয়া। তিনি যদি ওয়েস্ট ইন্ডিজের মতো প্রথম ওভারটা যে কোনো স্পিনার অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদবকে দিতেন তবে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে পারত না ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ১৩ ওভার অক্ষরকে বলই দেননি হার্দিক। যেখানে মুকেশ কুমারের মাত্র একটি ওভার করেন। কুলদীপ ও চাহালকেও ঠিকমতো ব্যবহার করতে পারেননি। অন্যদিকে স্পিনার আকিল হোসেনের কাছ থেকে প্রথম ওভারটি পান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। তিনি যশস্বী ও গিলকে তাড়াতাড়ি আউট করেন। 


হার্দিক পান্ডিয়ার ব্যাটিং নিয়েও সমাচোনার ঝড় বয়ে গিয়েছে। ১৮ বল খেলে মাত্র ১৪ রান করে আউট হন ভারতীয় দলের ক্যাপ্টেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এটি খুবই ধীরগতির ইনিংস। তা নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।


ওপেনাররা বাকি ম্যাচগুলোতে ভালো খেললেও শেষ ম্যাচে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছে গোটা ব্যাটিং ইউনিট। একমাত্র সূর্যকুমার যাদব ৪৫ বলে ৬১ রানের হাফ সেঞ্চুরি ইনিংস খেলে দলকে সামলেছেন সূর্যকুমার যাদব। এর ফলে ভারতীয় দল ৯ উইকেটে ১৬৫ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড নেন চার উইকেট। জবাবে ১২ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।


পরের বছরেই টি২০ বিশ্বকাপে খেলবে ভারতীয় দল। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই হার চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement