বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে আর্জেন্টিনা (Australia vs Argentina)। বিশ্বকাপ জেতার পর এবার খেলতে নামছেন লিওনেল মেসি (Lionel Messi)। মেসির এই ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন ভারতের ফ্যানরা। তবে এই ম্যাচ কীভাবে দেখা যাবে?
কখন কীভাবে দেখা যাবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিনের বেজিং-এ ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামীকাল সেই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় সময় বিকাল সাড়ে পাঁচটার সময় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। কোথায় দেখা যাবে এই ম্যাচ? ভিইউ স্পোর্টস অ্যাপে দেখা যাবে এই ম্যাচ। তবে এই ম্যাচ দেখতে হলে, অ্যাপেল বা অ্যান্ডরয়েড ফোনে এই অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর দেখা যাবে এই ম্যাচ। দারুণ এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে জেসন কামিন্সকে। মোহনবাগানে খেলতে আসার কথা রয়েছে তাঁর। মেসিদের বিরুদ্ধে তিনি নিজেকে মেলে ধরতে পারেন কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন: ধার করে প্লেয়ার কিনল ইস্টবেঙ্গল, ১ বছরের লোনে নিল ISL-জয়ী ডিফেন্ডারকে
আর্জেন্টিনা দলে অবশ্যই খেলবেন মেসি। পিএসজি (PSG) ছেড়ে তাঁর ইন্টার মিয়ামিতে যাওয়া নিয়ে অনেক কথা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে ছিলেন তিনি। ১৫ জুন বেজিং-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। সেই কারণেই ১০ জুন বেজিং-এ আসেন মেসি। আর সেই সময়ই চিনের পুলিশ তাঁকে আটক করে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মেসির কাছে আর্জেন্টিনার পাসপোর্ট ছিল না। তাঁর কাছে সেই সময় স্পেনের পাসপোর্ট থাকায় সমস্যায় পড়েন মেসি। কারণ, স্পেনের পাসপোর্টে নয়, তাঁর ভিসা ছিল আর্জেন্টিনার পাসপোর্টে। এর জন্য বিমানবন্দরে ৩০ মিনিট অপেক্ষা করতে হয় মেসিকে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ক্রাউড ফান্ডিংয়ে টাকা দিলেই মেম্বার
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেসির হাতে পাসপোর্ট রয়েছে এবং তিনি আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে কথা বলছেন। আসলে ভুল পাসপোর্ট সঙ্গে নিয়ে আসাতেই বিপত্তি হয়েছে মেসির। যার জেরে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী এই তারকাকে।