এবারের আইপিএল-এর (IPL 2024) জন্য ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২২ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তবে এর আগেই গুঞ্জন শুরু হয়েছে যে চেন্নাই সুপার কিংস (CSK) দলে কিছু বড় পরিবর্তন হতে পারে, বিশেষ করে অধিনায়কত্ব নিয়ে। আইপিএল ২০২৪ মরসুম শুরু হতে এখন প্রায় এক সপ্তাহ বাকি রয়েছে। চেন্নাই দলে কি এত বড় রদবদল ঘটতে পারে? এটাও একটা বড় প্রশ্ন। তবে কিছুদিন আগে ধোনি নিজেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তাকে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে। এবারে ধোনি অধিনায়কত্ব ছেড়ে মেন্টর বা কোচ হতে পারেন বলেও অনুমান করছেন ভক্তরা।
এর আগে ২০২৪ মরসুমেও, চেন্নাই দল রবীন্দ্র জাদেজাকে নতুন অধিনায়ক হিসাবে নিয়োগ করেছিল। এ বার ধোনির পোস্টের উদ্ধৃতি দিয়ে ভক্তরা এখনও নতুন অধিনায়ক বা নতুন কিছু পরিবর্তনের আশা করছেন। এবার যদি অধিনায়কত্বে পরিবর্তন আসে তা হলে দায়িত্ব কে সামলাবেন?
এই খেলোয়াড়রা অধিনায়কত্বের বড় দাবিদার
অধিনায়কত্বের বড় দাবিদারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন রুতুরাজ গায়কওয়াড়। তিনি ছাড়াও অভিজ্ঞতার বিচারে রবীন্দ্র জাদেজা ও অজিঙ্কা রাহানেও এই লড়াইয়ে থাকতে পারেন। তবে, ২০২২ মৌসুমে জাদেজাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পেলেও তা কাজে লাগাতেই পারেননি অলরাউন্ডার। একের পর এক ম্যাচ হেরে যখন দলের খারাপ অবস্থা তখনই আবারও দায়িত্ব নেন ধোনি।
তবে জাদেজা বা রাহানের ক্ষেত্রে বয়স একটা বড় ফ্যাক্টর হতে পারে। দুই জনেরই বয়স ৩৫ পেরিয়ে গিয়েছে। রাহানে গত মরসুমে চেন্নাইয়ের হয়ে ১৪টি ম্যাচে ৩২৬ রান করেছেন। তাঁর গড় ৩২.৬০। গতবারের আইপিএল-এ তাঁর দুটি হাফ সেঞ্চুরিও ছিল। আইপিএল-এর ফর্মের দিক থেকে দেখলে তিনিও ক্যাপ্টেন্সির বড় দাবিদার হিতে পারেন।
মেগা নিলামের জন্য অপেক্ষা করতে পারে CSK
তবে পরের বছরেই আইপিএল-এ মেগা নিলাম রয়েছে। ফলে এবারের গোটা মরসুম ধোনিকে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে। সেখানে সব দলকে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় রিটেন করার অনুমতি দেওয়া হয়। এরপর চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন অধিনায়ক নিয়ে নতুন দল গঠনের পরিকল্পনা করতে পারে। ধোনিও তাই চাইবেন, ২০২২-এর ভুলের পুনরাবৃত্তি আর না হয়।
চেন্নাই সুপার কিংস (CSK) স্কোয়াড:
ধরে রাখা খেলোয়াড়: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), মঈন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে (আইপিএলের বাইরে), তুষার দেশপান্ডে, শিবম দুবে, ঋতুরাজ গায়কোয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকার, রবীন্দ্র জাদেজা, অজয় মণ্ডল, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, অজিঙ্কা রাহানে, শেখ রশিদ, মিচেল স্যান্টনার, সিমারজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি এবং মহেশ তিক্ষনা।
গত নিলামে কেনা: রাচিন রবীন্দ্র (১.৮০ কোটি টাকা), শার্দুল ঠাকুর (৪ কোটি টাকা), ড্যারিল মিচেল (১৪ কোটি টাকা), সমীর রিজভি (৮.৪ কোটি টাকা), মুস্তাফিজুর রহমান (২ কোটি টাকা) এবং অবিনীশ রাও আরাভেলি (২০ লক্ষ টাকা)।