এবারের ইউরো কাপে একেবারেই ছন্দে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ ইউরো কাপ (Euro Cup 2024)। তবে কি কোয়ার্টার ফাইনাল পর্তুগালের (Portugal) বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দেবেন সিআর সেভেন? তা নিয়ে জল্পনা চললেও রোনাল্ডো ইউরো বিদায়ের পর কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে যা পরিস্থিতি তাতে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে একমাত্র আভাস দিতে পারেন হেড কোচ রবার্তো মার্টিনেজ (Roberto Martinez)।
রোনাল্ডোর অবসরের প্রশ্নে মার্টিনেজ বলেছেন, 'এখনই এ বিষয়ে কিছু বলা কঠিন। ম্যাচের ঠিক পরেই এই আলোচনা করা ঠিক নয়। কোনও ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।' পর্তুগালের হেড কোচ যাই বলুন, রোনাল্ডোর নিরবতা আরও রহস্য বাড়িয়ে দিয়েছে। অনেকেই দাবি করছেন, ৩৯ বছর বয়সে ইউরোপের সেরা প্রতিযোগিতায় খেলার ধকল নিতে পারছেন না এই কিংবদন্তি। দীর্ঘদিন ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলেছেন। এবার হয়তো তাঁর যাত্রা শেষ হতে চলেছে। তবে ২০১৬ সালের থেকে তাঁর ফর্ম যে অনেকটাই নষ্ট হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। টাইব্রেকার থেকে ছাড়া একবারও জালে বল জড়াতে পারেনি সিআর সেভেন। মিস করেছেন পেনাল্টিও।
হারের পরও গর্বিত পর্তুগাল কোচ। তিনি বলেন, 'আমরা সমর্থকদের জন্য জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামি। আমরা হারলেও এই বিদায় গর্বের। আমরা নিজেদের সব কিছু দিয়ে চেষ্টা করেছি।’
অবসর নিচ্ছেন পেপেও
ক্লাব ফুটবলেও যে খুব ভাল জায়গায় আছেন রোনাল্ডো, তা বলা যাবে না। সেই কারণেই তাঁর অবসর নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তবে অবসর নিয়ে নিচ্ছেন পেপে। পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার পেপেও এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে। যদিও এবারের ইউরো কাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ডিফেন্ডার। ফ্রান্সের বিরুদ্ধেও পর্তুগালের রক্ষণকে ভরসা দেন পেপে। তিনি একাধিকবার কোলো মুয়ানি, ক্যামাভিঙ্গাদের আটকে দেন। তবে ইউরো কাপে পর্তুগালের অভিযান শেষ হওয়ার পর এবার জাতীয় দল থেকে সরে যেতে পারেন পেপে। মার্টিনেজ বলেন, 'পেপে একজন যোদ্ধা। ফ্রান্সের বিরুদ্ধে এবং গোটা প্রতিযোগিতায় ওর পারফরম্যান্স দৃষ্টান্ত। আমরা দল হিসাবে হেরে গিয়েছি। দল নিয়েই ভাবছি। ব্যক্তিবিশেষ নিয়ে কথা বলার সময় এখন নয়। কেউ নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কথা কোথাও বলেনি।'