Neeraj Chopra: প্রথম থ্রোয়েই বাজিমাত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন নীরজ

World Athletics Championship 2022: প্রথম থ্রোয়েই বাজিমাত। অলিম্পিকের 'গোল্ডেন বয়' জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মরসুমে রীতিমতো চমক দিয়েছেন। এক থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফেলেন নীরজ। সঙ্গে পাকা করে নেন ফাইনালে খেলার যোগ্যতা। 

Advertisement
প্রথম থ্রোয়েই বাজিমাত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন নীরজ নীরজ চোপড়া (ছবি: Twitter)
হাইলাইটস
  • এক থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফেলেন নীরজ
  • নীরজ চোপড়া চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মরসুমে রীতিমতো চমক দিয়েছেন
  • সঙ্গে পাকা করে নেন ফাইনালে খেলার যোগ্যতা

World Athletics Championship 2022: প্রথম থ্রোয়েই বাজিমাত। অলিম্পিকের 'গোল্ডেন বয়' জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মরসুমে রীতিমতো চমক দিয়েছেন। এক থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফেলেন নীরজ। সঙ্গে পাকা করে নেন ফাইনালে খেলার যোগ্যতা। 

ভারতের তারকা জ্যাভলিন খেলোয়াড় নীরজ প্রথম প্রচেষ্টাতেই ৮৮.৩৯ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে পুরুষদের ইভেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। ২৪ বছর বয়সী নীরজ চোপড়ার সঙ্গে বিশ্বের ৩৪ জন জ্যাভলিন খেলোয়াড়রাও এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। তাঁকে ঘিরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদকের আশা বেড়ে গেল ভারতবাসীর।

কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো'টি করলেন নীরজ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে উপস্থিত খেলোয়াড়দের সকলের মধ্যেই চলছিল ফাইনালের লড়াই। সবাইকে দু'টি গ্রুপে রাখা হয়েছিল, যার মধ্যে গ্রুপ এ-তে থাকা নীরজ লড়াইয়ে নেমেই এখনও পর্যন্ত জীবনের তৃতীয় সেরা থ্রো দিয়ে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে নেন। নীরজ ছাড়াও ভারতীয় অ্যাথলিট রোহিত যাদবকেও বি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। তাঁকে নিয়েও আশায় বুক বাঁধছে দেশবাসী।

শনিবার সোনার লড়াই

পুরুষদের ইভেন্টের ৩৪ জন জ্যাভলিন খেলোয়াড়দের মধ্যে, নীরজ চোপড়া সহ শীর্ষ ১২ তারকা খেলোয়াড় যোগ্যতা অর্জন করেছেন। শনিবার, ২৩ জুলাই চ্যাম্পিয়নশিপে সোনার জন্য এই ১২ অ্যাথলিটের মধ্যে লড়াই হবে। নীরজের সঙ্গে, চেক রিপাবলিকের জ্যাকুব ভাদলেজচও প্রথম প্রচেষ্টায় ৮৫.২৩ মিটার দূরে একটি জ্যাভলিন থ্রো করে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন।

এর আগে স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো অর্জন করেছিলেন নীরজ। তাঁর কাছে এই চ্যালেঞ্জ যে খুব কঠিন ছিল এমনটাও নয়। এখন দেশবাসীর চোখ আটকে তাঁর ফাইনালের লড়াইতে।

POST A COMMENT
Advertisement