scorecardresearch
 

World Cup Match Tickets: বিশ্বকাপের টিকিট অনলাইনে মিলতে পারে কবে থেকে? বড় আপডেট

এই বছরেই বিশ্বকাপ (World Cup 2023) ক্রিকেটের আসর বসতে চলেছে ভারতে। প্রথমবার ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। তবে এর মধ্যেই, বিশ্বকাপের সূচীতে পরিবর্তন এসেছে। ভারতের ক্রিকেটপ্রেমীরা অনেকদিন ধরেই জানতে চাইছিলেন কবে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে।

Advertisement
রোহিত শর্মা ও বিশ্বকাপ রোহিত শর্মা ও বিশ্বকাপ

এই বছরেই বিশ্বকাপ (World Cup 2023) ক্রিকেটের আসর বসতে চলেছে ভারতে। প্রথমবার ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। তবে এর মধ্যেই, বিশ্বকাপের সূচীতে পরিবর্তন এসেছে। ভারতের ক্রিকেটপ্রেমীরা অনেকদিন ধরেই জানতে চাইছিলেন কবে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে।


শোনা যাচ্ছে, অনলাইনে বিশ্বকাপের ম্যাচের টিকিট দেওয়া হবে ১০ আগস্ট থেকে। বিষয়টি নিয়ে আয়োজক কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হয়। এর আগে, বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ বলেছিলেন যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সময়সূচী নিয়ে চলতে থাকা সমস্যা সমাধান করা হবে। তিনটি পূর্ণ সদস্য দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে।


‘তিনটি সদস্য দেশ সময়সূচী পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। তবে এক্ষেত্রে শুধুমাত্র তারিখ এবং সময় পরিবর্তন করা হবে, ভেন্যু পরিবর্তন করা হবে না। খেলাগুলির মধ্যে যদি ছয় দিনের ব্যবধান থাকে, আমরা তা কমিয়ে ৪-৫ দিন করার চেষ্টা করছি।‘ পাশাপাশি তিনি আরও জানান, ‘তিন-চার দিনের মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আইসিসির সঙ্গে আলোচনা করে পরিবর্তন করা হবে।‘ 

আরও পড়ুন


আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচের সময়সূচী বদল হবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে, জয় শাহ বলেন, ‘আমি আগেই বলেছি, কয়েকটি সদস্য বোর্ড আইসিসিকে চিঠি দিয়েছে এবং শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।‘ শোনা যাচ্ছিল, ১৫ অক্টোবরের জায়গায়, ১৪ অক্টোবর আহমেদাবাদে এই মেগা ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। নিরাপত্তা এজেন্সিগুলি বিসিসিআইকে নবরাত্রি উৎসবের কারণে তারিখ বদলানোর জন্য আবেদন জানিয়েছে। একটি সূত্রের খবর জানা গিয়েছে যে এই বিষয়টি নিয়ে খুব সিদ্ধান্ত নেওয়া হবে। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন এবং এই দিন রাস্তায় প্রচুর মানুষ উৎসবে আনন্দে মেতে থাকেন। সেই সময়ে একই সঙ্গে ভারত-পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ করানো কঠিন বলে জানানো হয়েছে। সে কারণেই তারিখ বদলানোর প্রসঙ্গ এসেছে। নবরাত্রি নয়, বিশ্বকাপ চলাকালীন দশেরা এবং দীপাবলির মতো বিরাট উৎসব হবে গোটা বিশ্ব জুড়ে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১০টি শহরে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। 

Advertisement


 

Advertisement