
বিশ্বজয়ী রিচাকে পুলিশে চাকরি দিচ্ছে রাজ্য, দ্রুত নিয়োগ জানালেন 'বাবা'Richa Ghosh Police Job: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ এবার পাচ্ছেন পুলিশের চাকরি। শিলিগুড়ির এই তারকা ক্রিকেটারকে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের সিদ্ধান্তে খুশি তাঁর পরিবার। ইতিমধ্যেই কথাবার্তা অনেকদূর এগিয়েছে বলে জানিয়েছেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, “রিচা ফিরলেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।” ছোটবেলা থেকেই রিচার স্বপ্ন ছিল পুলিশ কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার। সেই ইচ্ছাই এবার পূরণ হতে চলেছে। কী পদ পাবেন তা এখনও নিশ্চিত না হলেও ডিএসপি পদেই তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।
শনিবার শিলিগুড়িতে ফিরছেন রিচা ঘোষ। তাঁর জন্য আয়োজন করা হয়েছে বিশেষ র্যালির। হুডখোলা জিপে শহর পরিক্রমা করবে রিচা, পাশে থাকবে শিলিগুড়ির মানুষ। সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরনিগম এবং ছোটবেলার ক্লাব বাঘাযতীন ক্লাব। এ ছাড়াও একাধিক সংগঠন ও গোষ্ঠী ঘরের মেয়েকে একটু কাছে পাওয়ার ইচ্ছা যে উৎসবের আবহ নেবে তা বলাই বাহুল্য।
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল। ফাইনালে রিচার দুরন্ত ব্যাটিং ছিল দলের জয়ের অন্যতম ভিত্তি।

মানবেন্দ্রবাবু ইতিমধ্যেই জানিয়েছেন, ক্রিকেট খেলায় যা যা পাওয়ার, সবই পাওয়া হল, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে, এবার ওয়ান ডে বিশ্বকাপ। মাঝে ডব্লিউপিএল ট্রফিও জিতেছে। আর কিছু চাওয়ার নেই। তিনি জানিয়েছেন, শুধু ্একটাই প্রার্থনা, টানা যেন এমনভাবেই খেলে যেতে পারে আর দলের প্রয়োজনে অবদান রাখতে পারে।
আগামী শনিবার কলকাতায় রিচাকে সংবর্ধনা দেবে সিএবি। বিশ্বজয়ী কন্যার হাতে তুলে দেওয়ার কথা সোনার ব্যাট। জন্য তাই এবার রাজ্যজুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।