scorecardresearch
 

WTC Final 2023: WTC ফাইনাল জিতে বিশ্বসেরা হবে টিম ইন্ডিয়া, নাকি ড্র ? জানুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকটাই এগিয়ে থেকে চতুর্থ দিনের ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। ভারতের সামনে ২৯৬ রানের লিড, অস্ট্রেলিয়ার হাতে আরও ছ’টা উইকেট। ফলে এই লিড যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হল চতুর্থ ইনিংসে কত রান তাড়া করা সম্ভব টিম ইন্ডিয়ার পক্ষে?

Advertisement
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকটাই এগিয়ে থেকে চতুর্থ দিনের ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। ভারতের সামনে ২৯৬ রানের লিড, অস্ট্রেলিয়ার হাতে আরও ছ’টা উইকেট। ফলে এই লিড যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হল চতুর্থ ইনিংসে কত রান তাড়া করা সম্ভব টিম ইন্ডিয়ার পক্ষে?


চতুর্থ ইনিংসে বেশ বড় রান তাড়া করতে হবে ভারতীয় দলকে। আর সেটা বেশ পরিষ্কার। তার আগে যদিও যত দ্রুত সম্ভব ছ’টা উইকেট তুলে নিতে হবে টিম ইন্ডিয়াকে। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট আরও কঠিন হয়ে যাবে ব্যাটিং-এর জন্য। সেই অবস্থায় যদি প্রথম ইনিংসের মতো ব্যাটিং বিপর্যয় হয় তবে সমস্যা অনেকটাই বাড়বে। চাপ পড়বে লোয়ার মিডল অর্ডারের ওপর। তাই শুরু থেকেই নিজেদের উইকেট রক্ষা করার চেষ্টা চালিয়ে যেতে হবে রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিদের। যাতে জিততে না পারলেও এই ম্যাচ হাতছাড়া না হয়।    
পাশাপাশি এটাও ঠিক যে শুরু থেকেই রক্ষানত্মক মানসিকতা নিয়ে খেললে উইকেট হারাতে হতে পারে টিম ইন্ডিয়াকে। সেই জন্য ব্যাট করতে নামার সময় ইতিবাচক মানসিকতা নিয়েই নামতে হবে ভারতীয় দলকে। যদিও দিনের শুরুতেই লাবুশেন ও ক্যামেরন গ্রিনের যে জুটি ধীরে ধীরে উইকেটে জমে যাচ্ছে তাদেরকেও আউট করতে হবে। ভারতের ১০ উইকেট তুলে নিতে আক্রমণের রাস্তায় হাঁটতে পারে অস্ট্রেলিয়া। 


দ্রুত রান বাড়িয়ে নিয়ে দলের বোলারদের আরও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করবেন গ্রিনরা। সেক্ষেত্রে ম্যাচ ড্র করার কৌশল ব্যর্থ হতে পারে। তৃতীয় দিনের পর চতুর্থ দিনে এসে প্রথম সেশন নিজেদের দখলে রাখে ভারতীয় দল। দারুণ ব্যাটিং করেন অজিঙ্কা রাহানে ও শার্দূল ঠাকুর। তাঁরা আউট হতেই ২৯৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।   
 

Advertisement

Advertisement