প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও লজ্জার হার ভারতীয় দলের। এই হারের ফলে সিরিজ যেমন হারতে হল, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইও কঠিন হয়ে গেল রোহিত শর্মাদের সামনে। এবার বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যেতে হবে তাদের। সেখানে অনেক কঠিন লড়াই। বেঙ্গালুরু টেস্ট ম্য়াচে ৮ উইকেটে হারের পর অনেকেই আশা করেছিলেন ভারতীয় দল হয়ত দ্বিতীয় টেস্ট ম্য়াচে কামব্যাক করতে পারবে। কিন্তু, সেই সাধ পূরণ হল না। পুনেতে দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ১১৩ রানে হার পরিস্থিতি জটিল করে ফেলেছে।
কীভাবে ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?
ভারত বনাম নিউজিল্যান্ডের এই লড়াই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। টিম ইন্ডিয়াকে যদি ফাইনাল খেলতে হয়, তাহলে সাতটি ম্য়াচের মধ্যে কমপক্ষে চারটে ম্যাচ টিম ইন্ডিয়াকে জিততেই হত। এরমধ্যে ছিল পুনে টেস্ট ম্য়াচও। এই পরিস্থিতিতে পুনে টেস্ট ম্যাচ হারার পর ভারতের হাতে আর ৬ ম্যাচ বাকি থাকবে। এরমধ্যে জিততে হবে কমপক্ষে চারটে ম্য়াচ। কাজটা যে একেবারে সহজ হবে না, তা বলাই বাহুল্য। কারণ, টিম ইন্ডিয়া এরপর অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারত যদি চারটে টেস্ট ম্য়াচ জিততে না পারে, তাহলে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।
সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে পাঁচটা ম্য়াচ খেলতে হবে। তারমধ্যে চারটেই নিজেদের দেশে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। এই দুটো সিরিজই দক্ষিণ আফ্রিকা জিতবে বলে আশা করা যেতে পারে। আপাতত বাংলাদেশ সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচের সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
নভেম্বরে ভারত এবং অস্ট্রেলিয়ার পাঁচ ম্য়াচেক টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে কমপক্ষে তিনটে ম্য়াচ জিততেই হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্ট ম্য়াচেও জিততে হবে রোহিতদের।