বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা (Wridhiman Saha)। কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে দেখা করেছিলেন ঋদ্ধিমান ও তাঁর স্ত্রী। তাঁরা বলেছিলেন এটা সৌজন্য সাক্ষাৎ। তবে সময় এগোতেই বোঝা গেল, আসল কারণ। বাংলায় ফিরলেন ঋদ্ধিমান। শুধু তাই নয়, বেঙ্গল প্রো টি২০ লিগে খেলবেন ঋদ্ধিমান।
অভিমন্যু ঈশ্বরণ চোটের জন্য ছিটকে যাওয়ার পরেই পরিবর্ত ক্রিকেটারের খোঁজে ছিল মেদিনীপুর উইজার্ডস। অভিমন্যুর জায়গায় খেলবেন ঋদ্ধিমান। শনিবার তাঁর বেঙ্গল প্রো লিগে অংশগ্রহনের ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তারা সুদীপ চ্যাটার্জীকে অধিনায়ক এবং ঈশান পোড়েলকে সহ অধিনায়ক হিসেবে ঘোষনা করেছে। এরপর অভিমণ্যু ঈশ্বরন চোটের জন্য ছিটকে যাওয়ায় ঋদ্ধিমান সাহা যোগ দেওয়ায় শক্তি বাড়ল মেদিনীপুর উইজার্ডসের। এই দলের মেন্টর লক্ষীরতন শুক্লা।
২০২২ মরসুমে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। সিএবি কর্তার ব্যবহারে ক্ষুব্ধ হয়েই রাজ্য বদল করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক। ৪০টি টেস্ট খেলার পাশাপাশি ঋদ্ধিমান আইপিএল জিতেছেন গুজরাত টাইটাইন্সের হয়ে। তবে তাঁর এই রাজ্য বদলে কম বিতর্ক হয়নি। রনজি ট্রফিতে ত্রিপুরার হয়ে খেলেছেন। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিছুদিন আগে বেহালায় সৌরভের অফিসে স্ত্রীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন ঋদ্ধিমান। বৈঠক করেন তাঁরা। তাতেই বরফ গলতে শুরু করে। তখনই মনে করা হয়েছিল, নতুন মরসুমে ঋদ্ধিমানের ঘরে ফেরা সময়ের অপেক্ষা। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে তাঁর অর্ন্তভুক্তি সেটাই বুঝিয়ে দিল। কারণ বাংলার ক্রিকেটার ছাড়া কেউ বেঙ্গল প্রো টি২০ লিগে খেলতে পারবেন না।
১১ জুন থেকে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। ২৮ জুন শেষ। ১৮ দিনের প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে। ছেলেদের খেলা হবে ইডেন গার্ডেন্সে। মেয়েদের খেলাটি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। সবমিলিয়ে ঋদ্ধিমানের ঘরে ফেরা নিশ্চিত হয়ে গেল। মনোজ তিওয়ারি অবসর নেওয়ার পর বাংলা দলে একজন অভিজ্ঞ ক্রিকেটার দরকার ছিল। ঋদ্ধি আসায় সেই সমস্যাও মিটে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশেজ্ঞরা।