scorecardresearch
 

Wriddhiman Saha: টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর এবার রঞ্জিতেও নেই ঋদ্ধিমান

দল ঘোষণা হওয়ার পরেই শোরগোল পড়ে যায়। বাংলা দলের নির্বাচক কমিটির প্রধান শুভময় দাসের নেতৃত্বাধীন কমিটি ২২ জনের দল বেছে নেয়। সেখানে ঋদ্ধি দলে না থাকায় অনেক ধরনের জল্পনা উঠে আসতে থাকে। অনেকে মনে করেন সামনে আইপিএল সঙ্গে করোনার ভয় সব মিলিয়ে এই মুহূর্তে রঞ্জি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি। তবে এই উইকেট কিপার ব্যাটসম্যান না খেললে সেটা হবে বাংলার জন্য বড় ধাক্কা। এমনটাই মত বিশেষজ্ঞদের। সূত্রের খবর আইপিএল বা করোনা নয় ঋদ্ধি নিজেকে বাংলা দল থেকে সরিয়ে নিয়েছেন কেবলমাত্র ব্যক্তিগত কারণে।

Advertisement
ঋদ্ধিমান সাহা ঋদ্ধিমান সাহা
হাইলাইটস
  • রঞ্জিতে নেই ঋদ্ধিমান।
  • ব্যক্তিগত কারণে বাংলা দলে নেই তিনি

ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) বাদ দিয়ে রঞ্জি ট্রফির দল ঘোষণা করে দিল বাংলা। জানা গিয়েছে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) নাকি খেলতে চাননি ভারতের উইকেট-রক্ষক। ঋদ্ধিমানের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রঞ্জি ট্রফি দলে তাঁকে রাখা হয়নি। এমনটাই জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ঋদ্ধিকে বাদ দিয়ে ২২ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে এসেছেন যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলার পেসার রবি কুমার এবং অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের স্ট্যান্ডবাই কিপার অভিষেক পোড়েল। প্রত্যাশিত ভাবেই রঞ্জি দলে রয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। তবে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ১৭ ফেব্রুয়ারি থেকে কটকে রঞ্জি অভিযান শুরু করছে গতবারের রানার্স বাংলা। মঙ্গলবার ২২ জনের দল বেছে নেয় সিএবি।

৩৭ বছর বয়সী এই উইকেট কিপারকে হয়ত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখা যাবে না। তাঁর জায়গায় তরুণ শ্রীকর ভারতকে খেলান হতে পারে। সেই কারণেই হয়ত রঞ্জি ট্রফিতে অংশ নিতে চান না ঋদ্ধিমান। বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, "টিম ম্যানেজমেন্টের প্রভাবশালী ব্যক্তিরা ঋদ্ধিমানকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে তারা সামনের দিকে এগিয়ে যেতে চান এবং ঋষভ পান্তের সাথে কিছু নতুন বিকল্প তৈরি করতে চান।'  বাংলার দল ঘোষণা হওয়ার পরেই শোরগোল পড়ে যায়। বাংলা দলের নির্বাচক কমিটির প্রধান শুভময় দাসের নেতৃত্বাধীন কমিটি ২২ জনের দল বেছে নেয়। সেখানে ঋদ্ধি দলে না থাকায় অনেক ধরনের জল্পনা উঠে আসতে থাকে। অনেকে মনে করেন সামনে আইপিএল সঙ্গে করোনার ভয় সব মিলিয়ে এই মুহূর্তে রঞ্জি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি। তবে এই উইকেট কিপার ব্যাটসম্যান না খেললে সেটা হবে বাংলার জন্য বড় ধাক্কা। এমনটাই মত বিশেষজ্ঞদের। সূত্রের খবর আইপিএল বা করোনা নয় ঋদ্ধি নিজেকে বাংলা দল থেকে সরিয়ে নিয়েছেন কেবলমাত্র ব্যক্তিগত কারণে।

Advertisement

আরও পড়ুন: রঞ্জি শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে, ৫ দিনের কোয়ারেন্টাইন, জানাল BCCI

আরও পড়ুন: কোন খেলোয়াড় কেনা হবে, কীভাবে ঠিক করে দলগুলি?

অনেকে মনে করছেন বায়োবাবেল আর থাকতে চান না ঋদ্ধি। এছাড়াও সামনে আইপিএলের মেগা অকশন (IPL Mega Auction 2022) তারপরে শুরু হবে আইপিএল। ক্রোড়পতি লিগ শেষ হলেই রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ। সব মিলিয়ে তিন মাসেরও বেশি সময় বায়োবাবলে কাটাতে হবে ঋদ্ধিমানদের। ফলে দীর্ঘদিন পরিবারকে ছেড়ে থাকতে হবে তাঁকে। সেই কথা মাথায় রেখে আপাতত রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধিমান। 

 

Advertisement