scorecardresearch
 

Sourav Ganguly on WTC Final 2023: 'বোলিং নিলে কেন?' সৌরভের কড়া প্রশ্ন, দ্রাবিড় বললেন...

এহেন পরিস্থিতিতে হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কঠিন প্রশ্ন সামলাতে হল। বিদেশের মাটিতে অন্যতম সফল প্রাক্তন ভারতীয় অধিনায়ক কার্যত প্রকাশ্যেই বিপাকে ফেললেন রাহুলকে। 

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়
হাইলাইটস
  • 'প্রথম দিন থেকেই চাপ নিতে শুরু করব, পঞ্চম দিনে নয়'
  • 'দেখেছিলাম পিচে ঘাস রয়েছে'
  • 'অ্যাভারেজ কিন্তু খুব কম'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023)-এ অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ভাবে হেরেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত (India vs Australia)। ৪৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩৪ রানেই গুটিয়ে গিয়েছেন রোহিত, বিরাটরা। ওভালে টসে জিতেও বোলিং নিয়েছিল ভারত। রোহিতদের এই সিদ্ধান্তকে তুলোধনা করছে ক্রিকেট ভক্তরা। ওভালে পিচ ব্যাটিংয়ের সহায়ক হলেও কেন ভারত বোলিং নিল, প্রশ্ন তুলে চলছে সমালোচনা। এহেন পরিস্থিতিতে হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কঠিন প্রশ্ন সামলাতে হল। বিদেশের মাটিতে অন্যতম সফল প্রাক্তন ভারতীয় অধিনায়ক কার্যত প্রকাশ্যেই বিপাকে ফেললেন রাহুলকে। 

'প্রথম দিন থেকেই চাপ নিতে শুরু করব, পঞ্চম দিনে নয়'

ফাইনালে হারের পরে ক্রিকেট আলোচনায় রাহুলকে সরাসরি সৌরভ জিগ্গেস করলেন, 'রাহুল আমি তোমার সঙ্গে বহু ম্যাচ খেলেছি। তুমি ভারতের অধিনায়কও হয়েছিলে। আমরা একাধিক ম্যাচে আলোচনা করেছি, আমরা প্রথম দিন থেকেই চাপ নিতে শুরু করব, পঞ্চম দিনে নয়।'

আরও পড়ুন

ম্যাচ হারের পর সৌরভ ও হরভজনের সঙ্গে আলোচনায় রাহুল দ্রাবিড়
ম্যাচ হারের পর সৌরভ ও হরভজনের সঙ্গে আলোচনায় রাহুল দ্রাবিড়

'দেখেছিলাম পিচে ঘাস রয়েছে'

সৌরভের এহেন বাউন্সারে রীতিমতো অস্বস্তিতে দেখা গেল রাহুলকে। বললেন, 'না, ঠিক তা নয়। আমরা যখন এখানে এলাম (দ্য ওভাল), দেখেছিলাম পিচে ঘাস রয়েছে। আকাশে মেঘ। আমরা ভেবেছিলাম, খেলা যত গড়াতে থাকবে, পিচ ব্যাটিং সহায়ক হয়ে উঠবে। আমরা বহু টিমকে দেখেছি, প্রথমে বল করে অ্যাডভান্টেজ পেয়েছে। ৭৬ রানে যখন ৩ উইকেট ছিল, আমরা ভেবেছিলাম, ঠিক জাগয়াতেই রয়েছি। আমার মনে হয়, ৩০০ রানের গণ্ডি হলে আমরা ম্যাচে টিকে থাকতে পারতাম। শেষবার এজবাস্টনে আমরা ৩৮০-র কাছাকাছি চেজ করেছি। কিন্তু ৪৪০ রান অনেকটাই। ৩২০ হলেও তাড়া করা যেত।'  

Advertisement

'অ্যাভারেজ কিন্তু খুব কম'

এরপরেই সৌরভ বলেন, 'তুমি যদি টপ অর্ডারের ব্যাটারদের দ্যাখো, অ্যাভারেজ কিন্তু খুব কম। এই সমস্যাটা দ্রুত কাটিয়ে উঠতে হবে।'

রাহুল দ্রাবিড় তখন বললেন, 'ভাল মানের একাধিক প্লয়ার ৫ বা ৬ নম্বরে খেলছেন। প্রত্যেকেই ভাল পারফর্মার, আমি নিশ্চিত, ওঁরা খতিয়ে দেখবেন এবং নিজেদের সেরাটা দেবেন। আমি বলব, অনেক সময় আমরা যখন দক্ষিণ আফ্রিকা বা অন্য দেশে খেলেছি তখন অনেক ভালো অবস্থা হয়েছে। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ম্যাচ জিততে হবে। দলের বেশিরভাগরেই গড় কম। কিন্তু আপনি যেটা বলেছেন, আপনি (সৌরভ) ঠিক বলেছেন। আমরা যদি আমাদের বোলারদের রান দিই, এটা একটা প্লাস পয়েন্ট।'
 

Advertisement