Yuzvendra Chahal, IPL 2022: ১৫তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন এক ক্রিকেটার, বিস্ফোরক চাহাল

গতবছরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলেছিলেন চাহাল। তবে তাঁকে ধরে রাখেনি আরসিবি। এবার রাজস্থানের জার্সিতে রিস্ট স্পিনার। নিলামে ৬.৫০ কোটি টাকায় তাঁকে কিনেছে রাজস্থান।

Advertisement
১৫তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন এক ক্রিকেটার, বিস্ফোরক চাহালযুজবেন্দ্র চহাল।
হাইলাইটস
  • আইপিএলে ভয়ঙ্কর অভিজ্ঞতা চাহালের।
  • ২০১৩-র কাহিনি ফাঁস।
  • ১৫ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন এক মদ্যপ ক্রিকেটার।

তাঁর মুখে হাসি লেগেই থাকে। রিলে মস্করা-ভিডিও জনপ্রিয়। সেই যুজবেন্দ্র চাহাল ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন। রাজস্থান রয়্যালসে একটি চ্যাট শোয়ে রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় লেগ স্পিনার জানান, ৯ বছর আগে একটি আইপিএল ম্যাচের পর নেশাগ্রস্ত এক ক্রিকেটার তাঁকে ১৫তলার বারান্দা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন। পড়েও যেতে পারতেন।  

চলতি মরসুমে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে খেলছেন চাহাল। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে টক শোয়ে তিনি বলেন, হতে গোনা কয়েকজনই আমার কাহিনি জানেন। কাউকে বলিনি। এটা ২০১৩ সালের ঘটনা। তখন আমি মুম্বই ইন্ডিয়ান্সে ছিলাম। বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচের পর পার্টি চলছিল। একজন ক্রিকেটার মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর নাম প্রকাশ করব না। আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলেন। তার পর আমাকে ডেকে বারান্দায় ডেকে নিয়ে যান।' চাহাল যোগ করেন,পিছন থেকে আমার দুটো হাত ধরে বারান্দা থেকে ঝুলিয়ে দেয়। ১৫ তলা উঁচুতে ঝুলছিলাম। হাত দিয়ে ওঁর মাথাটা চেপে ধরেছিলাম। ফস্কে গেলে কেউ বাঁচাতে পারত না।' 

চাহাল জানান,'অন্যরা এসে বিষয়টি সামলে নেন। আমার অচৈতন্য হয়ে গিয়েছিলাম। সবাই জল খাওয়ান। অভিজ্ঞতা হল, কোথাও গেলে কতটা দায়িত্বশীল এবং বিচক্ষণ হতে হবে! আমার জীবনের একটা অভিজ্ঞতা বলতে পারি। সামান্য় এদিক-ওদিক হলে উপর থেকে পড়ে যেতাম।'   


গতবছরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলেছিলেন চাহাল। তবে তাঁকে ধরে রাখেনি আরসিবি। এবার রাজস্থানের জার্সিতে রিস্ট স্পিনার। নিলামে ৬.৫০ কোটি টাকায় তাঁকে কিনেছে রাজস্থান। মুম্বই ইন্ডিয়ান্স চাহালের প্রথম আইপিএল দল। 

আরও পড়ুন- একটাও ম্যাচ জিততে পারেনি MI, তবুও তালিকার শীর্ষে তারাই!

 

POST A COMMENT
Advertisement