scorecardresearch
 
Advertisement

ইস্টবেঙ্গল ক্লাবে ক্লেইটনের সঙ্গে দেখা ডগলাসের, বর্তমান ক্যাপ্টেনকে পরামর্শ প্রাক্তনের

ইস্টবেঙ্গল ক্লাবে ক্লেইটনের সঙ্গে দেখা ডগলাসের, বর্তমান ক্যাপ্টেনকে পরামর্শ প্রাক্তনের

কলকাতা ক্লেইটনের কাছে নিজের বাড়ির মতো। এর আগে আমার সঙ্গে দেখা হয়নি সামনা সামনি। আজই প্রথমবার হল। এর আগে আমরা ফোনে কথা বলতাম। এবার সামনাসামনি দেখা হল। ক্লেইটন আরও ভাল খেলতে পারবে। সেই পরিবেশ পেলে। এমনটাই জানিয়ে দিলেন তিন প্রধানে খেলা প্রাক্তন ব্রজিলিয়ান তারকা ডগলাস সিলভা। আইএসএল শুরুর আগে অনেকটাই চাপে রয়েছে লাল-হলুদ। ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া আর আনোয়ার আলির সাসপেনশন চাপে ফেলে দিয়েছে তাদের।

Advertisement