scorecardresearch
 
Advertisement

FIFA World Cup 2022-Belgium Clash: মরক্কোর কাছে বিশ্বকাপের ম্যাচে হার, অগ্নিগর্ভ বেলজিয়াম, সরকারি সম্পত্তি ভাঙচুর

FIFA World Cup 2022-Belgium Clash: মরক্কোর কাছে বিশ্বকাপের ম্যাচে হার, অগ্নিগর্ভ বেলজিয়াম, সরকারি সম্পত্তি ভাঙচুর

কাতার ফিফা বিশ্বকাপ ২০২২-এ অনেক উত্থান-পতন দেখা যাচ্ছে। রবিবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা বেলজিয়াম দলকে ২-০ গোলে হারতে হয়েছে মরক্কোর কাছে। এই ফলাফল কেউ আশা করেনি। ম্যাচের ফল উল্টে যেতেই প্রভাব পড়েছে স্টেডিয়াম থেকে রাস্তায়। পরাজয়ের পর বেলজিয়ামে সমর্থকরা উগ্র হয়ে ওঠেন। তাঁরা বিভিন্ন শহরে হামলা চালাতে শুরু করে। হিংসা ক্রমেই মারাত্মক আকার নেয়। রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচে হারের পর হাজার হাজার ভক্ত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাস্তায় নেমে দলের বিরুদ্ধে স্লোগান দেয়। এখানে বিপুল সংখ্যক মানুষ গাড়ি ও বাইকে এসে বিক্ষোভ শুরু করেন। কিন্তু হঠাৎ এই প্রতিবাদ হিংসার রূপ নেয়। অনেক জায়গায় মরক্কো ও বেলজিয়ামের সমর্থকরা মুখোমুখি হয়ে পড়েন। সেখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সরকারি যানবাহন ভাঙচুর করা হয়। দুই ফুটবল দলের ভক্তরা ব্রাসেলসের হাইওয়েতে মারামারি করেন। সরকারি সম্পত্তি ভাঙচুর করেন। প্রচুর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে ।

Soccer fans clashing in Amsterdam after Belgium-Morocco World Cup match

Advertisement