প্রি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। পেনাল্টি বক্সের আগে দারুণ স্কিল দেখান রিচার্লিসন । বল জাগলিং করে অনবদ্য পাস খেলে গেলেন তিনি। সেই পাস ফের ধরে গোল করে গেলেন তিনি। ২৯ মিনিটে করা তাঁর গোলের পরেই দেখা গেল দারুণ দৃশ্য। তৃতীয় গোলের পরে পিজিয়ান ডান্সে মেতে উঠলেন ব্রাজিল কোচ তিতে সহ গোটা দল। আগেই রাফিনহা জানিয়ে দিয়েছিলেন, ১০টা আলাদা আলাদা সেলিব্রেশন তাঁরা ড্রেসিংরুমে রপ্ত করে ফেলেছেন। একটা একটা করে গোল হবে আর তাঁরা নানা ধরনের নাচ দেখাবেন দর্শকদের। প্রি কোয়ার্টার ফাইনালে গোল করে সেটাই দেখালেন ব্রাজিলের ফুটবলাররা।
FIFA world cup 2022 Brazilian footballers joins tite pigeon celebration