২০০৬-র পর ফের শেষ আটে পর্তুগাল। কাতার বিশ্বকাপে বিতর্কের তালিকায় নতুন করে সংযোজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । তাঁকে প্রথম একাদশে রাখা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছিল। সাহসী সিদ্ধান্ত নেন পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্তে প্রথম একাদশে নামালেন গন্সালো ব়্যামোসকে। হ্যাটট্রিক করলেন দলের সর্বকনিষ্ঠ ফুটবলার গঞ্জালো র্যামোস।
FIFA World Cup 2022-Portugal crush Switzerland 6-1