শিলিগুড়ির রং এখন নীল সাদা। গোটা শহর এখন চাইছে আর্জেন্টিনার জয়। তার জন্য শহর জুড়ে মেসি-মারাদোনাদের পোস্টার, কাট আউটে ভরে দিয়েছেন আর্জেন্টাইন সাপোর্টাররা। উন্মাদনা কোথায় পৌঁছেছে তা বুঝতে হলে চলে আসতে হবে শিলিগুড়ির এনজেপি স্টেশন লাগোয়া ভক্তিনগরের সান্ত্বনা সুইটস মিষ্টির দোকানে। দোকান মালিক রাজীব ঘোষ নিজেই ফুটবলপ্রেমী। তায় আবার আর্জেন্টিনা সমর্থক। ফলে তিনি উন্মাদনা থেকে পিছিয়ে থাকেন কি করে। তিনি তার মিষ্টিকেই বদলে দিলেন আর্জেন্টিনার রঙে। তার আর্জেন্টিনা ল্যাংচা কিংবা আলবিসেলিস্তে রসগোল্লা এখন বাজারে হিট। আপাতত শ'পাঁচেক বানিয়েছেন। আর্জেন্টিনা জিতলে ঢালাও- বিকোবে এই রসগোল্লা-ল্যাংচা বলে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সঙ্গে আর্জেন্টিনার সমর্থকদের একযোগে প্রিয় দলকে সমর্থন জানানোর আহ্বানও জানাচ্ছেন তিনি।
Blue-white Argentina sweets in Siliguri