টেনশন শেষ। শুধুই আনন্দ এখন আর্জেন্টিনার খেলোয়াড়দের। আর মাঠেই উপস্থিত স্ত্রী, ছেলে-মেয়েরা। পরিবারের সঙ্গেই কাপ হাতে ছবি তুলছেন মেসি থেকে অন্যান্য খেলোয়াড়রা। সন্তানদের সঙ্গে নাচতে থাকেন মেসি। আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের মধ্যেও দেখা গেল একই ছবি। আর্জেন্টিনার খেলোয়াড়রা তাদের পরিবারের সঙ্গে বিশ্বকাপ জয়ের পর কেমন আনন্দ করলেন, দেখুন তার কয়েক ঝলক।
Argentina players with Family