বাংলায় প্রাক্তন ক্রিকেটরার হরভজন সিং। শিলিগুড়ি বিমানবন্দরে হরভজন সিং নামেন সেখান থেকে বিহার যাবেন তিনি। অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ নিয়ে বলেন, ভারতকে অন্ত ৩-২ হিসেবে জিততে হবে। বিহারের একটি স্কুলের স্টেডিয়াম উদ্বোধনে যাচ্ছেন তিনি। শিলিগুড়ির প্রশংসা করে বলেন, প্রত্যেক ভারতীয় উচিত একবার শিলিগুড়িতে আসার।