scorecardresearch
 
Advertisement

FIFA World Cup 2022: জার্সি বিক্রিতে কলকাতা ময়দানে এগিয়ে মেসি, পিছিয়ে রোনাল্ডো-নেইমার

FIFA World Cup 2022: জার্সি বিক্রিতে কলকাতা ময়দানে এগিয়ে মেসি, পিছিয়ে রোনাল্ডো-নেইমার

কলকাতায় আছড়ে পড়ল বিশ্বকাপের ঝড়। তার জেরে উৎসবের চেহারা নিয়েছে ময়দান মার্কেট। কলকাতা ফুটবলের শহর। ফুটবল নিয়ে আবেগ এই শহরের রয়েছে। তার প্রমাণ আগেও দিয়েছে তিলোত্তমা। আট থেকে আশি তাই ফুটবলে মেতেছে। ফুটবল মানেই বাঙালি আর চায়ের কাপের তুফান। বলে লাথি মারার ২৪ ঘণ্টা আগেই কলকাতার ময়দান মার্কেটে প্রিয় দল এবং প্রিয় ফুটবলারের জার্সি কিনতে যেন অষ্টমীর ভিড়। সেই ভিড়ে সবাইকে টেক্কা দিচ্ছেন লিওনেল মেসি। নেইমার, রোনাল্ডো, মেসি, এমবাপে সবাই আছেন এখানে পাশাপাশি। কিন্তু, চাহিদার দিক দিয়ে উপরে আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপ যে দেশেই হোক না কেন, তাকে ঘিরে পসরা জমে ওঠে ময়দানে। তাতে লক্ষ্মীলাভ হয় ব্যবসায়ীদের। ময়দান মার্কেটে বিশ্বকাপে খেলা দলগুলির পতাকা বিক্রি হচ্ছে ৫০-৩৫০ টাকার মধ্যে। আর জার্সির দামটা একটু চড়া। মেসি, রোনাল্ডোদের জার্সি বিকছে ৩৫০-৮০০ টাকার মধ্যে।

Jersey flag sells high at kolkata maidan market as FIFA World Cup 2022 fever grips.

Advertisement