Advertisement

Neeraj Chopra Asian Games : এশিয়ান গেমসে ফের সোনা জয় নীরজ চোপড়ার চিনের মাটিতে ভারতের বুম

ফের সোনা জয় জিতলেন নীরজ চোপড়া। নীরজ চোপড়া নামবেন আর দেশে সোনার পদক আসবে না তা কি হয়! এশিয়ান গেমসে  আরও একবার দেশের জন্য সোনা জিতলেন নীরজ। 19 তম এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের দুরন্ত যাত্রা অব্যাহত। পুরুষদের জ‍্যাভেলিন থ্রো ইভেন্টে চীনের মাটিতে ভারতের জয়জয়কার। এশিয়ান গেমসে সোনার ছেলে নীরজ চোপড়া যে স্বর্ণপদক জিতবেন এমনটা প্রত্যাশা ছিল আগে থেকেই। কিন্তু তার পাশাপাশি যে রৌপ্য পদকটাও যে ভারতের ঝুলিতেই আসবে এমনটা অনেকেই প্রত্যাশা করেননি। কিন্তু তেমনটাই করে দেখালেন কিশোর জানা।

Neeraj Chopra wins gold, India's medal count climb to 81

Advertisement