চেস অলিম্পিয়াড জয়ীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে নিজের বাসভবনে চেস অলিম্পিয়াডজয়ীদের সঙ্গে দেখা করেন মোদী। ডি গুকেশ, প্রজ্ঞানন্দ, আর বৈশালীদের সঙ্গে কথা বলেন তিনি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সামনে দাবা খেললেন অর্জুন এরিগাইসি এবং প্রজ্ঞানন্দ। যা দেখে মুগ্ধ মোদী।