Paralympics 2024: প্যারালিম্পিকে পদক জেতা ৩ অ্যাথলিটকে ফোন মোদীর, খোঁজ নিলেন জোগেশ-সুমিতদের
Paralympics 2024: প্যারালিম্পিকে পদক জেতা ৩ অ্যাথলিটকে ফোন মোদীর, খোঁজ নিলেন জোগেশ-সুমিতদের
- দিল্লি ,
- 04 Sep 2024,
- Updated 4:35 PM IST
ভারতীয় প্যারালিম্পিক্স দল ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। একের পর এক মেডেল জিতে নিচ্ছেন ভারতের প্যারালিম্পিক্স অ্যাথলিটরা। শুভেচ্ছা জানাতে জোগেশ কাঠুনিয়া, সুমিত আন্টিল, শীতল দেবীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।