scorecardresearch
 
Advertisement

VIDEO: সিন্ধুর জয়ে গর্বিত মা-বাবা, কাদের ধন্যবাদ জানালেন?

VIDEO: সিন্ধুর জয়ে গর্বিত মা-বাবা, কাদের ধন্যবাদ জানালেন?

সিন্ধুর ব্রোঞ্জ জয় নিয়ে এবার মুখ খুললেন তাঁর মা ও বাবা। মেয়ের জন্য তাঁরা গর্বিত জানালেন সিন্ধুর মা-বাবা। অলিম্পিকে দ্বিতীয়বার পদক জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এই প্রথম কোন মহিলা ভারতীয় অ্যাথলিট এই কীর্তি করেছেন। সিন্ধু রিও অলিম্পিকে মহিলাদের একক ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন সিন্ধু, যা তাঁর গেমসের অভিষেকও ছিল। পাঁচ বছর আগে উদ্বোধনী খেলায় জয়ী হওয়া সত্ত্বেও স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে শিরোপা ম্যাচ হেরে যাওয়ার কারণে সিন্ধু স্বর্ণপদক থেকে বিরত হয়েছিলেন। সিন্ধুর টোকিও অলিম্পিকে সোনাই লক্ষ্য ছিল। তবে সেমিতে হারের মুখে পড়েন পিভি সিন্ধু। তখনই ব্রোঞ্জ পদকের ম্যাচে নামার কথা হয় তাঁর। দেখুন ভিডিও আর কী বললেন সিন্ধুর পিতা ও মাতা।সিন্ধুর ব্রোঞ্জ জয় নিয়ে এবার মুখ খুললেন তাঁর মা ও বাবা। মেয়ের জন্য তাঁরা গর্বিত জানালেন সিন্ধুর মা-বাবা। অলিম্পিকে দ্বিতীয়বার পদক জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এই প্রথম কোন মহিলা ভারতীয় অ্যাথলিট এই কীর্তি করেছেন। সিন্ধু রিও অলিম্পিকে মহিলাদের একক ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন সিন্ধু, যা তাঁর গেমসের অভিষেকও ছিল। পাঁচ বছর আগে উদ্বোধনী খেলায় জয়ী হওয়া সত্ত্বেও স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে শিরোপা ম্যাচ হেরে যাওয়ার কারণে সিন্ধু স্বর্ণপদক থেকে বিরত হয়েছিলেন। সিন্ধুর টোকিও অলিম্পিকে সোনাই লক্ষ্য ছিল। তবে সেমিতে হারের মুখে পড়েন পিভি সিন্ধু। তখনই ব্রোঞ্জ পদকের ম্যাচে নামার কথা হয় তাঁর। দেখুন ভিডিও আর কী বললেন সিন্ধুর পিতা ও মাতা।

Advertisement