Advertisement

Shreyash Iyer: দল গঠনে নিজের মতামত দেন CEO, দাবি ক্যাপ্টেন শ্রেয়াসের

বারবার বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম একাদশ। সেটাই ফের দেখা গেল সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধেও। মুম্বইয়ের বিরুদ্ধে পাঁচ জন ক্রিকেটার বদল করে খেলতে নেমেছিল কেকেআর। ৫২ রানে রোহিত শর্মাদের হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকলেও, বারবার বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম একাদশ। সেটাই ফের দেখা গেল সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধেও।

shreyas iyer kkr reacts on KKR ceo venky

Advertisement