scorecardresearch
 
Advertisement

FIFA World Cup 2022-Special Sweets: কাতার বিশ্বকাপের ট্রফি কলকাতার মিষ্টির দোকানে, কোথায়?

FIFA World Cup 2022-Special Sweets: কাতার বিশ্বকাপের ট্রফি কলকাতার মিষ্টির দোকানে, কোথায়?

কাতার ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে কলকাতা। পাড়ার ঠেক, চায়ের দোকানে উঠছে তুফান। পিছিয়ে নেই কলকাতার মিষ্টির দোকানগুলিও। পিছিয়ে নেই অভিজাত মিষ্টির দোকান ভবানীপুরের বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক। তারা বিশ্বকাপ উপলক্ষে তৈরি করেছে ক্ষীরের মিষ্টি। তিন কেজি ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বকাপের ট্রফির আদলে মিষ্টি। এছাড়াও ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা-সহ বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলির পতাকার রঙে তৈরি হয়েছে সন্দেশ। রয়েছে মেসি এবং রোনাল্ডো ক্ষীরের সন্দেশ। সেগুলি তৈরিতে ব্যবহার হয়েছে এক থেকে দেড় কেজি ক্ষীর। দোকানের এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বকাপ যত গড়াবে ততই এই ধরনের মিষ্টি তৈরি করা হবে। আগামী দিনে আর্জেন্টিনা দল ভাল খেললে তাদের নিয়েও স্পেশাল মিষ্টি বানানো হবে। সেখানে থাকবে অবশ্যই দলের তারকা ফুটবলার মেসি।

FIFA World Cup 2022 special sweets

Advertisement