'এখন যে বোলাররা রয়েছেন, তাঁরা দুর্দান্ত করছেন। শামিভাইয়ের মতো ক্রিকেটার মিস করারই কথা। বিভিন্ন দেশের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়'। মহম্মদ শামিকে নিয়ে বললেন টেস্ট অধিনায়ক শুভমন গিল।