Advertisement

Suresh Raina: ফের হলুদ জার্সিতে ব্যাট হাতে দেখা যাবে রায়নাকে, CSK-র পোস্ট নিয়ে জল্পনা

চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) কি প্রত্যাবর্তন করতে চলেছেন সুরেশ রায়না (Suresh Raina)? ২২ গজে ব্যাট হাতে তাঁর প্রত্যাবর্তন হবে কি না সেই বিষয় এখনও কিছু জানান হয়নি। তবে শনিবার রায়নার চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে ঢোকার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সিএসকে-র পোস্ট করা সেই ভিডিওতে রায়নাকে 'ডক্টর আইপিএল' বলা হয়েছে। রায়নার পাশাপাশি ভিডিওতে দেখা গিয়েছে চেন্নাইয়ের ফাস্ট বোলার দীপক চাহারকে(Deepak Chahar)।

Suresh Raina visits Chennai Super King's Dressing Room

Advertisement
POST A COMMENT