Advertisement

VIDEO: উইলো নয়, এবার বাঁশের ব্যাট তৈরির অভিনব উদ্যোগ

ক্রিকেট ব্যাট উইলো কাঠে তৈরি হওয়াই দস্তুর। কিন্তু ত্রিপুরায় নেওয়া হল অভিনব উদ্যোগ। ত্রিপুরার সংস্থা 'Babmboo and Cane Development' এবার তৈরি করছে বাঁশের ব্যাট ও উইকেট। সংস্থা জানাচ্ছে, ব্যাট তৈরির সমস্ত রকম নিয়ম মেনেই বাঁশের ব্যাট তৈরি করা হচ্ছে।

Cricket Bat and Stumps made of Bamboo

Advertisement