Advertisement

Neeraj Chopra Becomes World Champion: ইতিহাস প্রথমবার, নীরজ চোপড়ার বিশ্বচ্যাম্পিয়নে সোনা জয়

জ্যাভেলিন ফাইনালে নীরজ-সহ মোট তিন ভারতীয় অংশ নিয়েছিলেন। অঞ্জু ববি জর্জের পর, দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন নীরজ। তিনজন ভারতীয়ই বেশ ভালো ফর্মে ছিলেন। ফাউল থ্রো দিয়ে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু করেন নীরজ চোপড়া। পাকিস্তানের আরশাদ নাদিম 74.80 মিটার থ্রো দিয়ে শুরু করেন। ভারতের আরও এক জ্যাভলিন থ্রোয়ার ডিপি মানু ছোড়েন 78.44 মিটার। প্রথম থ্রো-এর পর ছয় নম্বরে ছিলেন ডিপি মানু। ভারতের আরও এক তারকা কিশোর জেনা 75.70 মিটার ছুড়ে 9 নম্বরে চলে যান।

Neeraj Chopra Becomes World Champion

Advertisement